নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ধুত্তুরি -৬৮ || নিচু তলার উকিল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭


এই পোলাটার ভাবখানা খুব লিখেন এটা ওটা
দেখতে কেমন কালো নাকি চিকন মোটাসোটা।
কেউ দেখেনি আজো তারে কেউ জানেনা কিছু
ধর্ম কী তার? সুন্নী শিয়া ক্ষত্রিয় ডোম নিচু।
'
খারাপ খারাপ কথা লিখেন কবিতা নয় চটি
ছদ্মবেশে থেকে উনি ফাটান পাড়ায় ঘটি
জানতে হবে কী করে সে কী করেনা ধরায়
কোন দিকের জল যাচ্ছে কোথা কোন দিকে ঠিক গড়ায়।
'
আইডি থেকে নক দিয়েছি বলছি হ্যালো দাদা
রিপ্লে পেলাম জলদি করেই খুবই সিধা সাদা।
খুব সহজে গলছে নাতো ভাবছি কিবা করি
শঙ্কা মনে ভয় জেগেছে যদি ধরা পড়ি।
'
কৌশলে তাই চেঞ্জ এনেছি দিচ্ছি খাসা কমেন্ট
এমন করেই যদি আসে কাছে যাওয়ার মোমেন্ট
হতচ্ছাড়া পাজি শালায় গলছে নাতো তাতেও
খাসি পোলাও খাচ্ছে না সে তুলছে না সে পাতেও।
'
সব পুরুষই পাগলা মেয়ের উকিল শালাও হবে
খোপার ছবি চোখের ছবি সেই দিয়েছি কবে।
উৎসাহ নেই তাতেও কবির কোন মাটিতে গড়া
এমন যুগেও এই কবিতো মরার ঘরের মরা।
'
নক দিলে সে কথা বলে নইলে যে নাই সাড়া
আমার মতন ভুক্তভোগী আছেন কারা কারা?
নাছোড়বান্দা আমিও ঠিক আগাই ধীরে ধীরে
ভুল করেও কবি যদি ফিরেন আমার নীড়ে।
'
সেক্স নিয়ে তাই শুরু করি মজার মজার কথা
ওমা সেকি! এখনো ঠিক কবির নিরবতা।
বুকের ছবি দিয়ে বলি লাগছে কেমন দাদা
ভীষণ চালাক কবি এবার বললো আধা আধা।
'
যাক গে বাবা উকিল বুঝি পড়লো এবার ফাঁদে
কিন্তু কবি বললো একি হাত দিতে চায় খাদে!
বললাম আমি ছিঃ ছিঃ বাবু খাদটা আবার কি তা?
উকিল বলে সেটা হল পুকুর মাপার ফিতা।
'
সর্বশেষে বললো উকিল ভাগ শালা তুই ভাগ
উকিল হল নিজের কাছে সুপ্ত বনের বাঘ।
তুইতো ছেলে নারী হয়েও যতই করিস ছল
আসল মেয়েও পায়না খুঁজে উকিলবাবুর তল।
'
'
'
'
ধুত্তুরি-৬৮/ নিচু তলার উকিল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হা হা... =p~ =p~


পেলাচ কলুম ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

আখ্যাত বলেছেন: বিরল প্রতিভা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.