নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ধুত্তুরি -৬৯ || নিচু তলার উকিল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭


চাল খাওয়াবে দশটাকাতে চাকরি দিবে বলছিলো
এই ঘোষণায় কোটি লোকের হৃদয়খানি গলছিলো।
চায়ের দোকান গলির মোড়ে কর্মীরা সব নাচ ছিলো
পাশেই ছিলো গ্যাদার বাপে মুচুর মুচুর হাসছিলো।
'
খালি পায়ে মাথা নুয়ে গ্যাদার বাপে খাচ্ছিলো
উকিলবাবু ঠিক তখনি পাশ দিয়ে তার যাচ্ছিলো
দেখতে হাবাগোবা হলেও খুব সাধারণ লোক ছিলো
অতীত স্মৃতি ভাল হলেও গ্যাদা মরার শোক ছিলো।
'
গোয়াল ভরা গরুর সাথে পুকুর ভরা মাছ ছিলো
বছর বছর গোলা ভরা ধান গুলো সব পাচ্ছিলো
চোখ যতদুর ঠিক ততদূর ফসলি ক্ষেতের মাঠছিলো
কি সুখে যে গ্যাদার বাপের দিন গুলি সব কাটছিলো!
'
একটা পোলাই নুরু মিয়ার মনে বড় আশ ছিলো
ডুবছে আশা স্বপ্নকুড়ি নদীর জলে ভাস ছিলো।
বসলে পাশে নুরু মিয়া একটু খানি হাসছিলো
একটুখানি পর হয়েছে আগে ভালো বাসছিলো।
'
কয়নি কথা আমার সাথে যৎসামান্য রাগ ছিলো
উকিল হলেও মানুষ নাকি? একটুখানি দাগ ছিলো!
রাজনীতিতে গ্যাদা মিয়ার বিশাল বড় নাম ছিলো
গরীব দুখীর সেবা করাই শুধুই কি তার কামছিলো?
'
রাজনীতিটার শিকার গ্যাদা, গ্যাদার বাপে কাঁদছিলো
হয়নি কিছুই ছেলের বিচার আমার কাছে সাধ ছিলো
ক্যামনে করি বিচার বলুন ভীষণ কঠিন ফাঁদ ছিলো
আঁধার দেখি সেদিন থেকে যদিও রাতে চাঁদ ছিলো।
'
'
'
ধুত্তুরি-৬৯(সংক্ষিপ্ত)/ নিচু তলার উকিল

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

বাকপ্রবাস বলেছেন: দারুণ ছিল :#)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ভীষন মজার।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.