নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ধুত্তুরি -৬৭ || নিচু তলার উকিল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩



সুর জানেনা তাল জানেনা লয় জানেনা কবি
বইমেলাতে ওরাই যেন এই জগতের রবি
রিভিউ দিয়ে যাচ্ছে কেহ বস্তাপচা লেখার
উকিল শালা ভাবছে বসে কী আছে আর শেখার?
'
তেল মেরে তাই নিচ্ছি ক্রেডিট দিচ্ছি তুলে গাছে
ও দাদাভাই লিখেন ভালো যোগ্যতা খুব আছে
লেখক ভাবে ঠিকই আছে পাচ্ছি কমেন্ট শত
কবি বলে ডাকছে আমায় দিচ্ছে মতামত।
'
এইতো সময় এগিয়ে যাবার যেই ভাবা সেই কাজ
ধারদেনা তাই করে কবি ভাঙ্গলো নিজের লাজ
অবশেষে আসলো ভবে চাঁদের মতন মুখ
গোদের উপর বিষফোঁড়াতে পাচ্ছে কিছু সুখ।
'
ছাপছে কবি তিন'শ খানা মাগনা দিছে কুড়ি
হইছে বেচা গোটা দশেক সেটাও জোরাজুরি
বাকী গুলো সেলফে রেখে টাকার হিসেব করে
কবি হয়ে কী পেয়েছি যোগ বিয়োগ আর গড়ে।
'
বইমেলার এই করুণ দশা হরহামেশাই দেখি
দুইটি কলম লিখতে পেরেই হচ্ছে লেখক সেকি?
তাই উপদেশ দিচ্ছে নাকো উকিল ব্যটা কে সে?
ধুত্তুরি ধুর পালাই বাপু যাচ্ছি বুঝি ফেঁসে!
'
'
'
ধুত্তুরি-৬৭/ নিচু তলার উকিল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

গাটের পয়সা খরচ করে
মিটায় মনের শখ
তাতেও বাপু কেন তোমার
টাটায় হিংসেয় চোখ! ;)

এক- দুবারে মিটে গেলে শখ
যাবে তারা হারিয়ে
চিন্তা ভাবনা ছেড়ে উকিল
লেখো দেখী রসিয়ে! :)

দারুন দারুন ছড়ায় নিত্য
ব্লগে ছড়ার ছড়াছড়ি
উকালতি কি উঠল শিকেয়
হল কি তাতে ছাড়াছাড়ি? :-B

+++

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

হাবিব বলেছেন:




ঠিক বলেছেন কাব্য
সুরে ছড়ার ঢঙে বেশ,
এমন কাব্য লিখে আবার
কেউ বা নাড়ে কেশ!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

হাবিব বলেছেন:
ঠিক বলেছেন কাব্য সুরে ছড়ার ঢঙে বেশ,
এমন কাব্য লিখে আবার কেউ বা নাড়ে কেশ!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি আসলে উঁচু তলার উকিল।
কাজে কর্মে তাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.