নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো সেদিন জ্বর হয়েছে গেলাম নিতে নাপা
পিছন থেকে ডাক দিয়েছে গলির বড় আপা।
যাচ্ছো কোথায় হাটে নাকি খেলতে বালুর মাঠে
নাগো আপা যাচ্ছি আমি মজিদ ঠ্যাটার বাটে।
'
এই গলিতে নতুন আমি আসছি কদিন হলো
এরই মাঝে ভুগছি ভীষণ জ্বরে টলোমলো।
'
খসখসাখস কয়েক পিচ, প্যারাসিটামল হাতে
বললো মজিদ খোদার নামে একটা খেয়ো রাতে।
কাশি হোক আর পেটের ব্যথা কিংবা ডিসেন্ট্রি
সর্দি ও জ্বর লুচমোশনেও হয়না মিসেন্ট্রি।
...............…........
ভাবছি আমি খাবো কিনা বাঁচাও খোদা মোরে
বাঁচাও মাবুদ দেশ ভরেছে এমন মজিদ চোরে
'
ভণ্ড শালা বাইঞ্চুদে আস্ত পাঁঠা খাসি
কাজ হলো কই লাভের থেকে ষোলো আনাই ফাঁকি।
ভাঙ্গবো হাটে হাঁড়ি আমি তাই ধরেছি স্ব- জিদ
সেই থেকে তার নাম দিলাম, "প্যারাসিটামল মজিদ'!
'
'
'
প্যারাসিটামল মজিদ/ নিচু তলার উকিল
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো।