নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইসা থাকো বিদেশ বিভূই ফাল পারো নীল পাড়ায়
হ্যান করিতাম ত্যান করিতাম বাল ফালাতাম খাঁড়ায়
বুঝছি বাপু পারবে তুমি ঠিকমতো না দাঁড়ায়
গুজব গুলোই বিবেকটারে খুব করে আজ নাড়ায়।
হাং বুঝো না সাং বুঝো না ভাবখানাতো বাঘের
এক নিমিষেই পেট বানাতা পৌষ কিংবা মাঘের-
যাই বলিবে তাই শুনিবে পারলে খাবে ভাগের
এক চুলও ছাড় দিবে নাকো এই সীমানা দাগের।
নামতে তুমি ছিঁড়তে তুমি মাঠ গুলো কে কাঁপায়?
সত্যি এটাই শিয়াল তুমি হাটছো লাফায় লাফায়
ঘোলা জলে শিকার করো জোর আছে যে চাপায়
এই জনগণ জাতে মাতাল তাল বেতালে দাপায়।
(সংক্ষিপ্ত)
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংক্ষিপ্ত কেন ?
বেশ লাগছিলোতো
আরও একটু বাড়ানো যায়না?
আমার মনে হয় গাজীসাব মাইন্ড করবে!!!
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: বাহ !
সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ I