নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাদিকালের পথিককে হাসিমুখে দেখতে চেয়ে,
হাহাকারের জলে ভাসিয়ে দিলাম নিজের সুখ।
আপন ভুবনে পর করে দিলে নিজের শেকড়-
পাপী বলে সম্বোধন করে মহাকাল!
চোখের জল দেখা গেলেও দেখা কি যায় বলো হৃদয় নিংড়ানো কষ্টের জল?
কষ্ট বইবার ক্ষমতা যখন দিলে ঈশ্বর,
এবার তখন রঙিন স্বপ্নে বিভোর চুড়ুইটাকে সুখী রাখবার ক্ষমতাটুকু তো দাও।
অশনিসংকেত বেজেছে সেই অনাদিকালে এবার হারিয়ে গেলে বল দোষ দিব কার?
২৫ শে জুন, ২০২০ রাত ৯:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: বট তলার মানুষ হতে পারিনি। ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৫ শে জুন, ২০২০ রাত ৯:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:১৭
লাবনী আক্তার বলেছেন: ছোট কিন্তু সুন্দর লেখা!
২৫ শে জুন, ২০২০ রাত ৯:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৩৬
নেওয়াজ আলি বলেছেন: অপরূপ ভাবনা ।
২৫ শে জুন, ২০২০ রাত ৯:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:১১
এ কাদের বলেছেন: ভাল লাগল
২৫ শে জুন, ২০২০ রাত ৯:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বটতলার উকিল।