নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ছাল নাই কুত্তার বাঘা তার নাম ।। নিচু তলার উকিল

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

ছাল নাই কুত্তার বাঘা তার নাম
ভাব আছে দেখি
নেতা সেই নাকি?
জ্বী দাদা ভাই দেখিতে অসাম।
খায় কি গো সে
শুয়ে নাকি বসে?
নাকি দাঁড়িয়েই সাড়ে তার কাম
সেই জাত দাদা
এযে শুধু ধাঁ ধাঁ!
উত্তর খুঁজে পেতে ছুটিবে যে ঘাম।
দাদা এ থাকে কই?
খায় কি মিঠা দই?
টাকা খায় দাদা সত্যি-ই কলাম
মজা কর নাকি?
নিচু তলা থাকি
দেখিনিতো এমন এই ধরা ধাম।
নয় মজা এটা,
বলি আগে সেটা
ও জাতি ভুলে ভরা লাগে সদা জ্যাম
ছোট থেকে শুনি
ঘেউ ঘেউ ধ্বনি,
ইহা কুত্তা-ই হবে থাকে নাতো চাম।
আমি যে উকিল
নইতো কোকিল?
ধূধূ বালুচরে,,,,,,,,,হালাল না হারাম?
কালো পোষাক নাই
বলিবে কি তাই?
আমি কি শুধু,শুধুই কি বোকারাম?
ইহা সেই জাত
খায় সাদা ভাত
থাকে উহা উঁচু তলা থাকে সম্মান
শুধু ইশারাতে
বুঝিয়াছি তাতে,
ছাল নাই কুত্তার বাঘা তার নাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার বিষয় নিয়ে অসাধারণ একটা ছড়া লিখেছেন। এতদিন তো যদ্দূর মনে পড়ে আইনের কথা লিখতেন, আজকের ছড়াটা সত্যিই একটা বিরাট চমক।

ছড়াটা অসাধারণ। তবে, মাঝে মাঝে কিছু মাত্রা বাদ পড়ে যাওয়ায় ছন্দপতন ঘটেছে। কিছু মনে কইরেন না, প্রথম কয়েক লাইনে বাদ যাওয়া মাত্রা জুড়ে দিলাম।


ছাল নাই কুত্তার বাঘা তার নাম
ভাব আছে দেখি
নেতা সেই নাকি?
জি দাদাভাই, তিনি দেখিতে অসাম

খায় কী গো সে?
শুয়ে, নাকি বসে?
নাকি দাঁড়িয়েই বেটা সারে তার কাম?

২| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৬

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম ছড়াটি। বিষয়টি ভালো। তবে, ছন্দের কারুকাজ কম হয়েছে। শুভ কামনা কবি।

৩| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।

৪| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন:   সুচিন্তিত , শিল্পসম্মত প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.