নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্ত হলে আমার উঠোন
উইপোকা খায় রোদ
ঘুণে ধরা হলুদ বিকেল
হারায় বিবেকবোধ।
মধ্যপথে ডাকলে শকুন
বাদুড় হয়ে ঝুলি
উর্ধ্বাকাশে রঙের খেলা
নিত্য ধরায় দুলি
ভাঙলে আমার মনের দুয়ার
তোমার মুখে ইস
ফড়িং ডানায় উড়ছে পিরিত
আমার মুখে বিষ।
১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অসাধারণ কথামালা হে সুপ্রিয়।
১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: ইয়েস। ভালো কবিতা। অর্থ আছে। লুকিয়ে আছে।
১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭
তৃণাঙ্কুর আহমেদ বলেছেন: সুন্দর
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮
কালো যাদুকর বলেছেন: সুন্দর । শেষ লাইনটি কঠিন মনে হল।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর