নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবেমাত্র রাত এগারোটা। ব্যাচেলর লাইফে এতক্ষণে যদিও একপ্রহরের ঘুম শেষে দ্বিপ্রহরে পদার্পণ করতাম। প্রকৃতিতে শীতকাল বিরাজ করছে। যদিও বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের দাপটটা একটুই বেশিই অবলোকন হচ্ছে। আমাদের গ্রামের বাড়িটা খুব একটা চাকচিক্যময় নয়। আশেপাশের মানুষজনের বাড়ী টিন কিংবা দালানের হলেও উকিলবাবুর বাড়ী সেই মান্ধাতা আমলের।
খড়ের চাল আর পাঠখড়ির বেড়ার সমন্বয়ে এক অদ্ভুত রাজকীয় প্রাসাদ উকিলবাবুর। অনেকের অনেক রকম স্বপ্ন থাকলেও উকিলবাবুর খুব একটা বড় স্বপ্ন নেই। এই ধরুন দুইবেলা দুইমুঠো ডাল ভাত খেতে পারলেই হলো। জীবন তো আর গণিত বইয়ের জ্যামিতি অধ্যায়ের পিথাগোরাসের কোন উপপাদ্য নয় । এ বড়ই কঠিন জিনিস। চাইলে আপনি অনায়াসেই উকিলবাবুর মতো খড়ের ঘরে কাটিয়েই জীবনটাকে উপভোগ করতে পারেন। শুধু দরকার পার্থিব জীবনের সব রকম মোহমায়াকে ত্যাগ করবার খুবই সাধারণ একটা মন-মানসিকতা ও বাস্তবতা মেনে নেয়ার ক্ষমতা।
খড়ের ঘর বিধায় শিশিরের টুপটাপ শব্দ শোনা না গেলেও পাঠখড়ির বেড়ার ফাঁক দিয়ে ঠিকই কুয়াশা ঢুকছিল অনবরত। সদ্য বিবাহিতা বউ আমার মোবাইলের ডাইরিতে আমার কিছু কুখাদ্য লেখা পড়ছিলো। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় অশরীরী জল নামক কবিতার শিরোনামে। বউকে বললাম এটা পড়না পরের টা পড়। কিন্তু এই কথা বলাতেই বিপদ গেল আরও বেড়ে । বউয়ের কৌতুহুল বেড়ে গেল আসমান সমান। অতঃপর পড়া শুরু করে দিল। নিশ্চিত কপালে শনির দশা আছে ভেবে আমিও চৌকির কোণায় গিয়ে পাঠখড়ির বেড়ার গা ঘেঁষে চুপটি করে শুয়ে রইলাম। বউ একটু শব্দ করেই পড়ছে....
আমি জেনে গেছি রোশনি,
আমার জন্য তোমার শহরে কারফিউ চলে।
যৌনতার বীর্য গলে পড়া এ শহরের বুকে তবু সন্ধ্যা নামে না।
চর্ব্য চোষণে ব্যস্ত নগরীর যৌনাঙ্গে নামাতে পারিনি প্রেমহীন জলের স্রোত।
অক্ষমতা নয় বরং অস্তিত্বের লড়াইয়ে কৌশলী হয় অশরীরী জল।
কামুক দুনিয়ায় উলঙ্গ হয় আমার সকাল; চৈতালি দুপুরের সঙ্গমে ভেসে যায় বৈকালিক সুখ।
মিষ্টি কথার স্তন টিপে টিপে স্বৈরাচারী হয় তোমার ঠোঁট।
স্বমেহনের চাতুর্যতায় বিবর্তনবাদে ঢেলে দেই ঘৃণার বীজ।
রোশনি,
তোমার আনবিক শৃঙ্গারে পুড়ে যায় আমার সংবিধান।
ঈশ্বর আমায় ক্ষমা করুন, কোন অভিযোগ নয়, নয় কোনো অনুযোগ
এ রাজ্যে
একফোঁটা প্রেম নেই।
এবার বুঝি আমার যাবার সময় হল!
পড়া শেষে সদ্য বিবাহিতা বউ কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি স্পষ্টত দেখতে পাচ্ছিলাম আমার বউ ঘামছে। তার মুখাবয়বে একরাশ হতাশা সাথে রাজ্যের অজানা প্রশ্নেরা ভীর জমাচ্ছে.......... (চলবে)
০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৩১
নিচু তলাৱ উকিল বলেছেন: দেখা যাক দাদা সামনে কি ঘটে।
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:০০
তারেক ফাহিম বলেছেন: বাহ, শুরুটা বেশ হয়েছে।
চলুক।
০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৩১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ৭:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: বউয়ের কোনো দোষ দিয়েননা দাদা, আপনার কবিতা পড়ে যেকোনো স্বাভাবিক মানুষের ই ঘাম আসবে।
০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৩১
নিচু তলাৱ উকিল বলেছেন: আচ্ছা ঠিক আছে সিস্টার তাই হবে
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: এখন বউ এর প্রশ্নের জবাব দিতে থাকুন। এবং কোনো উত্তরই তার পছন্দ হবে না। শুরু হবে ক্যাচাল।