নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

শালিক পাখি || নিচু তলার উকিল

০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

এই যে দেখো আবার এলাম শালিক পাখি হয়ে।
কথা ছিল ঢেঁকিশাকের মতো কুকড়ে গেলে কভু
ফিরে আসব পটল গাছের ফুল হয়ে।
কচু ফুলের ঘ্রাণে মাতোয়ারা হলে আমার উঠোন-
তোমার উঠোনে আসব আবার ফিরে।
এলাম তো ঠিকি পেলাম কি আগের মতন পরিপাটি করে?
আচ্ছা নাইবা পেলাম তোমার উঠোন,
চাইনা কভু দিতে হবে-
আহা! শিউলি ফুলের ঘ্রাণটা গেল কোথায়?
কোথায় গেল কচু পাতার জল?
বাঁশের পাতায় নৌকা সাজাই জলে,
পার করানো ঐ না নদীর তীর!
আহা! এই যে দেখো আবার এলাম শালিক পাখি হয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রকৃতির কিছু স্নিগ্ধ রূপের উল্লেখ মন স্পর্শ করেছে।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেকটাই জীবানানন্দ দাশের কবিতার মত।

তবুও নিজের মত করেও সুন্দর।

আবার আসলে কিছুই আর আগের মত থাকে না।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.