নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দীর্ঘ শীতের রাত,
শীতের শরীরে ভর করে এগিয়ে যায় উষ্ণতা!
গুটিসুটি মেরে নিরব দুনিয়া,
উষ্ণতা খুঁজে পেলে বুক-
তোমার জমিনে গাঙচিল উড়ে অহেতুক।
শীতের মধ্যরাতে গোপন কপাট খুলো,
তারপর বন্ধ করো চোখ;
বেড়িয়ে পড়ুক ব্যক্তিগত উপন্যাসের ঘ্রাণ।
অবেলাতেও বৃষ্টি নামলে আবার জড়িয়ে রেখো পরম আদর মেখে।
সকালের কাঁচা সোনা রোদে উবে গেলে পদ্ম পাতার জল-
চিৎকার করে বাতাসের কানে বল, আমি উজবুক!
২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর। খুব সুন্দর হয়েছে।