নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন খেতে গিয়ে ফুটপাতে,
শূন্য পকেট তবু বারো টাকা বারো আনা নিয়ে-
দাঁড়িয়েছিলাম অবাক চাহনি আর জীর্ণশীর্ন হয়ে।
ত্যাল মাখা কাউয়া কালো চুল আর চিংড়ির ঘ্রাণে কাছে ঘেঁষি আরও-
খুব নিকট তার থেকেও অধিকতর নিকটে।
আহা! আহা! আহা!
দাঁড়ানোর ভঙ্গিটা কি খুব অশ্লীল!
বালু উড়ে, মন উড়ে আরও উড়ে নর্দমা খেকো মাছি;
তবু সামাজিক মন অভাব আর স্বভাব দোষে মাছি হতে গেলে-
ফিরে ফিরে আসি আবারও ফিরে আসি মহা জাগতিকে।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৫
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: যে দেশ উন্নয়নের মহাসড়কে সে দেশে আপনি ফুটপাতে খাবেন কেন?
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: মহাসড়কে উঠতে না পারার ব্যর্থতা
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
এস সুলতানা বলেছেন: অনন্য প্রকাশ