নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
'
সুখতলার মত ক্ষয়ে যাওয়া জীবনে
সৌন্দর্যের পূজা হলেও মানবিকতার পূজা হয়না,যা হয় তা স্রেফ করুণা।
ভেতরের রঙচটা কলিজায় পচন ধরলে খোদার কী দোষ?
আলখাল্লা টাইপের ঢিলেঢালা গেঞ্জি আর ঢিলেঢালা প্যান্টে থাকে কোটি টাকার অজানা গল্প।
হকদের গেটে রোজ দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটাও জানে মাটির কোন রং নেই।
মাটির কোন রং হয় নাকি?
হঠাৎ প্রশ্ন শুনে বাবা চমকে উঠলেন!
-আমি তো ভাবিনি কখনো!
-কেন?
-তবে মাটির রং মাটিয়া।
-হা হা হা হা,,,
-হাসছিস ক্যান?
-আচ্ছা বাবা মানুষ নাকি মাটির তৈরি?
-হ্যাঁ,তাইতো আমরা কোরআন,হাদিসে তাই পেয়েছি।
-তাহলে আমার শরীরের রং কালো কেন?মাটিয়া হল না কেন?
-তুই আমার ঔরসজাত সন্তান তাই তুই আমার মত হয়েছিস।
-না বাবা ঠিক মিললো না।
-মিললো না মানে?
-কৈলাশ দের উঠানে মাটির তৈরি ঠাকুর দেখেছি।
-তো কি হইছে?
-ঐ টা তো কথা কয়না,ওর রং তো আমার মত না,ওরে চিমটি কেটে দেখছি ও ব্যথা পায়না।কিন্তু আমি পাই কেন?
-তুই যে রক্তেমাংসে গড়া মানুষ তোর অনুভূতি আছে তাই তুই ব্যথা পাস।
-ওটাও তো মাটির তাইলে ও আমার মত নয় কেন?
(হারামজাদা গেলি এখান থেকে,,আজাইরা প্যাঁচাল পারার ওস্তাদ যা আমার সামনে থেকে দূর হ)
'
(২)
'
বংশমর্যাদায় রূপ গুণ,আর রক্তের নিগড় সম্পর্ক।
উদাস ভঙ্গীতে হকবাড়ীর ছেলেদের নাক দেখি মুখ দেখি গায়ের রং দেখি,তফাৎ শুধু গায়ের রংচঙে।
সব ঠিকঠাক থাকলেও ঠিক অমিল যেন কোথায়?ও খেয়াল হইছে তফাৎ আছে ওর প্যান্ট টা সুন্দর পাছা দেখা যায়না,,আমারটায় দেখা যায়।দর্জি শালাটা চোর একটা কত করে বলি ভাল করে পট্টি মারবি।ছোট মানুষ বলে গায়ে কথা লাগায় না।
মনে মনে ভাবি শালা বড় হয়ে নেই তোর গুষ্টিরে টুট টুট করে ছাড়বো।
হকবাড়ীর ছেলে মেয়েদের নিয়ে আমার ভাবনার অন্ত নাই।
এই শালারা বুঝি দোআশ মাটির তৈরি নইলে আমি কালা হইলাম ক্যা?
প্রশ্ন শুনে হকবাড়ীর ছোট ছেলেটা বলে উঠল-
-কারে বললি?
-তোরে!
-তুই লাক্স দিয়া গোসল করিস?
-না
-কি দিয়া করিস?
-কাপড় ধোয়া সাবান দিয়া।
-এইজন্যই তো কালা হইছিস।
-যাহ শালা ফাও কথা বলিস না,আমি সেদিন তোদের লাক্স সাবান চুরি করে আজ ২০ দিন ধরে গায়ে ডলি কই আমার তো ফর্সা হয়না।
-কি,,,,তুই আমাদের সাবান চুরি করছিস দাঁড়া মাকে গিয়া বলে দিচ্ছি।
-শালা চুতমারানির পোলা সত্য কথা কইছি মজা লাগে নাই এখন বাল আমার কইয়া দিবে।
-শালা চোর কোথাকার।
-তুই চোর তোর বাপ চোর তোর মা চোর তোর বোন তোর চৌদ্দ গোষ্ঠী চোর।
'
(৩)
'
বিসর্জনের পালাগানে দুটি পক্ষের করুণার উদ্রেক হলেও খোদার কী?
পাপমোচনের রাস্তা সোজা দেখিয়ে দিয়েছেন সে রাস্তায় হাঁটলেই হয়।
পাপ পাপীকে মহৎ করে তুলে আবার হিংস্রও।
অতঃপর
চুরির অপরাধে হেনস্তা হয় পৃথিবী,ঘৃণা জমে সত্য বলার উপর।মিথ্যাচার যদি পাপ না হত তাহলে সত্য হতো মহাপাপী।
-বল আরো চুরি করবি
-না
-কান ধরে ৫০০ বার উঠবস কর।
'
(৪)
'
(তারপর কার্ল মার্কস, আর লেলিনে ডুবে থাকি।সমাজ নিয়ে ভাবনা গুলো মাথাচাড়া দেয়,দারিদ্র্য ব্যবধান গুলো চুপ করে রাখে।চুপ থাকাই শ্রেয় গোবরগণেশ মস্তিষ্কে এ গুলো বড্ড অমূলক)
'
আজ আমার ৫০০ বছর পূর্ণ হল,তবু বেঁচে আছি আচ্ছা আমি কি আদৌ বেঁচে আছি?
২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: যা ঘটে তাই লিখি দাদা, তাতে গালি থাকলে সেটাও লেখাটা উচিৎ বলে মনে করি।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: লেখার মধ্যে গালি কেন ব্যবহার করেন?