নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো সেটা মানবিক প্রেম ছিল, নয়তো সাত্ত্বিক কিংবা নারী পুরুষের গোপন প্রেম!
হাজারো প্রেমের উঠোনে আজ মেঘের ঘনঘটা।
বিশ্বাস-অবিশ্বাসের পালাবদলে;
খেয়ে দেয়ার উৎসবে মাতে লাল শামুক!
আমিও ভাসি
না চাইলেও ভাসি,
তুমিও ভাসো
এভাবেই জলের টানে ভেসে যায় খামখেয়ালি সময়।
ভালবাসতে গিয়ে এলোকেশে হাত বুলাতে চায় উতালা মন।
আঙুলে আঙুল ছুঁয়ে দেয়ার অভিপ্রায়ে-
গলাকাটা বন মোরগের মত,
ছটফট করে কাটিয়ে দিয়েছি শত ভরা যৌবনা পূর্ণিমা রাত।
আমি নষ্ট হব বলে নয়, প্রকৃতির নিয়ম কিংবা ভীষণ ভালোবেসে!
অতীতের শরীর ঘেটে গন্ধ বেরোয় বলে-
ভয় পেয়ে কুঁকড়ে গেছো ঢেঁকিশাকের মতন!
ঠোঁটে ঠোঁট লাগার ক্ষণে,
অতীতের অজুহাতে সেই যে ছেড়ে গেলে........
ব্যস্ত নগরীর অলিগলিতে তবু চলে প্রেম।
কেউ প্রেমে ভুগে, কেউ প্রেমে ডুবে-
যার কেউ নেই সে আপন করে নেয় পর্ণ প্রেম।
তবুও চলছে প্রেম খুব গোপনে হরদম
অসুস্থ প্রেমের শরীরে ভর করে-
পর্ণকে সঙ্গী করে বেড়ে উঠছে ভিন্ন এক প্রেমিক প্রজন্ম।
©somewhere in net ltd.