নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৬

কমলাপুর রেলস্টেশনে এক পিলিয়নকে নামিয়ে বাইকটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছি। গন্তব্য তেজগাঁও। মাঝবয়সী এক ভদ্র লোক এসে বলল, রাইড শেয়ার দেই কিনা? হ্যাঁ সূচক সম্মতি দিয়ে ইশারা দিলাম বসার জন্য।
- ভাই পুলিশ প্লাজা (হাতিরঝিল) যাব কত দিতে হবে?
- আজ্ঞে মন খুশি।
- ভাই আমি প্রায় ১৫০ টাকা করে যাই।
- ওকে।
(অতঃপর ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করে এগিয়ে যাচ্ছি)
- ভাই কি পেশাদার রাইডার?
- আজ্ঞে না।
- ভাই কিছু মনে না করলে মগবাজার ডাক্তারগলিতে ৫ মিনিট দাঁড়াইয়েন।
- ওকে।
- ডাক্তারগলি চিনেন?
- আজ্ঞে না।
- সমস্যা নাই আমি দেখিয়ে দিচ্ছি।
(এ শহর বড্ড বিচিত্র। বিচিত্র রকমের মানুষে ঠাঁসা এ শহর। তবু নাকি এ শহরে টাকা উড়ে। অলিতে গলিতে টাকা উড়ে। ধরতে গেলে ধরা যায় অনায়াসে......... এলেমেলো ভাবনায় ডাক্তারগলিতে দাঁড়িয়ে আছি ১০ মিনিট ধরে। অতঃপর ভদ্র লোকের আগমন)
- ভাই দুঃখিত একটু লেইট হয়ে গেল। মনে কিছু নিয়েন না।
- আজ্ঞে না।
- ভাইয়ের কি মন খারাপ?
- আজ্ঞে না।
- হ্যাঁ আর না-এ উত্তর দিচ্ছেন তো তাই ভাবলাম আর কি?
- আজ্ঞে ভাল।
অতঃপর পুলিশ প্লাজার সামনে নামিয়ে দিলাম। ভদ্র লোক ৫০০ টাকার একটি নোট বের করে হাতে দিলেন। বললাম...
- ভাংতি নেই।
- নোটটা দিন ভাংতি আনি।
(এপাশ ওপাশ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে ভদ্র লোক ফিরে আসলেন)
- ভাই ভাংতি পেলাম না। এবার উপায়?
- হাতে ঘড়ি আছে?
- না।
- মোবাইল আছে?
- হুম আছে।
- কয়টা বাজে?
- ৮ টা ৫৫ (মোবাইল বের করে)
- যেতে হবে।
একটা বিজনেস কার্ড হাতে ধরিয়ে বাইক স্টার্ট করলাম। লোকটি ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে বলল-
- এখন টাকা নিবেন না?
- আজ্ঞে না, বিকাশে দিয়েন।
- এ যুগেও কী এমন মানুষ আছে ভাই।
- সবার উপরে মানুষ সত্য............
- অদ্ভুত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.