নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ গেট টু শ্যামলী
কোথায় হারিয়ে গ্যাছে শ্যামল ছায়া-তরু?
তবু শ্যামলীরা রয়ে গ্যাছে, আটকে গ্যাছে জীবনের চোরাগলিতে।
নেশা নেশা লাগে
নষ্ট হতে চাওয়া মন, আর
দ্বিপ্রহর রাত্রীকে সঙ্গী করে -
গন্তব্যের পানে চোখ রাখি মধ্যবয়সী আহাম্মক।
চামড়ায় ঘা ধরা কুত্তার পাশে বসে ধ্বজভঙ্গ ধরা আকাশ দেখি।
আরও কত কী যে দেখি!
.
.
সন্ধ্যার রাতে বিষাদকে সঙ্গী করে মারা খেলাম...
ভীষণ রকম মারা খেয়ে উবুত হয়ে থাকি অনিমেষ।
কোথাও কেউ নেই,
মারা দিয়েছি,
মেরে গেছে থলথলে উরুতের যৌবন।
দু'পায়ের ভাঁজ খুলে দাও অনামিকা।
মেরে দিয়ে যাক গোপন ঘরের তালা
আর না আসুক,
পাতে বসুক; বহুগামী পরিযায়ী পাখির ঝাঁক।
আজ বহুদিন হল,
মারা খেয়ে তুমি আমি একাকার-
বদ্ধ ঘরের কপাট!!
.
.
.
মারা খেলাম (সংক্ষিপ্ত)/ নিচু তলার উকিল
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: শিরোনামটা অশালীন হয়েছে।