নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেনদরবারে হাতিয়ে নেয়া যায় সাময়িক,
হাতিয়ে নিলাম মহাকাল।
তবু দেনদরবারে নিতে পারিনি অনেককিছু-নব প্রাণ!
কত শত প্রহর কেটে গেল প্রতীক্ষায়!
ফুল ফোটার প্রহরে ফুটেনি ফুল, আসেনি নব কুঁড়ি।
একটি গোলাপী বাতির সিগন্যালে আটকায় গতিপথ।
ঘরে ফেরার তাড়ায় প্রতি বার মিস করে ফেলেছি ট্রেন।
তবু ঝরেনি চোখের জল, অদেখা রক্ত ক্ষরণের ব্যথায়-
কুঁকড়ে উঠেনি আশাহত পাখি।
এভাবে কেটে গেল বহু বছর, তবু দেনদরবার চলে অহর্নিশ।
আবারও ছুটে চলছি.........এবার বুঝি হবে অবসান
চোখ আটকাল, দুই গোলাপী বাতি!!
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: দেনদরবার করে জীবন বাচাতে হয় মাঝে মাঝে।
কিন্তু মান থাকতে না।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী সেটাই। ধন্যবাদ
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পড়তে ভালো লেগেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা