নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যামা সুন্দর মনে পড়ে কি সেদিনের দিনগুলি?
অবাধ্য সে ঠোঁটের ছোঁয়ায় ক্ষণিকের দ্বার আজ খুলি।
তুমি আমি মিশে যেতাম ঐ অনিকেত প্রান্তরে,
মনে কি হয় দেখা হল আজ কত দিন মাস পরে?
::
হারানো সেই উৎসব স্মৃতি সেই ষাণ্মাসিক দিন খুঁজে
জঙ্গমে কুর-কুট অশালীন ঐ চোখ দুটি থাকে বুজে-
শ্যামবর্ণ ঐ ঠোঁটের উপর গাঢ় কালো দুটি তিল,
থাকি তুমি আর এ আমি; রিরংসাদের অন্ত্যমিল।
::
চার ঠোঁট-মুখ শূন্য সঙ্গম একটি কাপে খায় দেহ
সামনে যাবার পালা শেষে পরাজিত নই কেহ?
অধর ছুঁয়ে ভাগ হয় প্রেম, রাত গড়িয়ে হবে ভোর,
নষ্ট হতে দোষটা কোথায়? তোমাতে আমার বিজোড়।
::
খুলে ফেলো লজ্জার কাপড় নাঙ্গা হয়ে আজ বসো
গোখরো সাপের দংশিত ঘায় মুখ লাগিয়ে বিষ চুষো
বিবর্তনের সুচারু খেল, আহা! নিষ্ঠুর অনিমেষ,
নইলে বিবেক হারিয়ে কাল, হবে কোথাও নিরুদ্দেশ।
::
কংশ ব্লেডে কেটে ফেলি রোজ শিশংপার সাত রাখী
ভিঙ্গারিকায় লাগছে রুরু করুণ সুরে হয় ফাঁকি
গিটকিরি তার চালনার রেসে এঁটুল আমি আজ একা,
রক্তে রাঙ্গা সদর দরজায় তবু ভাগ্য থাকে লেখা।
::
শ্যাম বালিকা,কত দেরী? সহে না আর এই অন্তর
এভাবেই তো যাচ্ছে কেটে তবু যেন খুব মন্থর।
চেয়ে দেখো এ শীতের রাত, অকল্পনীয় কালো মেঘ?
হেঁটেই চলছে ভ্রান্ত পথিক, শুধু বাড়ছে প্রেম উদ্বেগ।
১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২
নিচু তলাৱ উকিল বলেছেন: শুভ সকাল
২| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: কবিতার নামটি অনেক ভালো লেগেছে।
কবিতাটি খুব উত্তেজক।
১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ
৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...