নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁঝ থেকে মধ্যরাতের দূরত্ব মাপতে গিয়ে-
নিজেই নিজেকে এঁকে ফেলেছি এক অচেনা অভিজ্ঞতার ক্যানভাসে।
আলো আঁধারিতে
অনুভূতিরা ক্রিয়াশীল হয়ে আমায় প্রেম শেখায় অপ্রত্যাশিত।
কী এক আকস্মিক মায়াজালে আবদ্ধ পাঁতিহাসের সংসার!
নিষিদ্ধ খতিয়ানে লিপিবদ্ধ হয় পবিত্র এক আগুন্তুক গল্প।
কোন অভিযোগ নয়,নয় কোন অনুযোগ-
মায়ার শরীর পুড়ে যাক, ঢেউ উঠুক এলোমেলো
সাইক্লোন আসুক, বৃষ্টি নামুক ঝরঝরিয়ে।
উত্তপ্ত পৃথিবীর নাভীমূল জুড়ে এক্কাদোক্কা খেলুক
দ্বিগুণ উৎসাহে-
নিশ্বাস ভারী হোক ভারী হোক জীবনের জয়গান।
প্রতিটি প্রহর, প্রতিটি হলুদ রঙ্গা বিকেল,
প্রতিটি সন্ধ্যা কিংবা প্রতিটি ভোরে লক্ষ্মীপেঁচা ঘরে ফিরুক।
ঘরে ফিরুক হাজারো ফেলে আসা অতীতের উদ্দীপনা।
আমি বারংবার সেই উদ্দীপনায় ভেসে যেতে চাই
বরং তুমি আমার অভ্যাসের বারান্দায় দেয়াল তুলে দিও!
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১২
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮
বিজন রয় বলেছেন: কবিতাটি অনেক ভালো হয়েছে।
অভ্যাসের বারান্দায় দেয়াল তুলে দিব কেন?
১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫
নিচু তলাৱ উকিল বলেছেন: দেয়াল তুলতে কি কারণ লাগে দাদা? কবিতাপাটের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...