নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচারী শরীর

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭

রমনার বটমূলে প্রথম যেদিন এলে.....!
বসন্তের দুপুরে চৈতালি হাওয়ায় উড়ে যাচ্ছিল মাথার চুল।
তোমার কপালের টিপ যেন একটা আস্ত লাল শিমুলের বন।
কৃষ্ণচূড়ার লালে আন্দোলন করে তোমার নীলাভ চোখ।
আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ার অভিপ্রায়ে কাছে ঘেঁষে বসে বেহায়া শরীর।
কত কথা হল! কত স্বপ্ন! কত আশার বানী শোনালে আমায় ভীষণ অপেক্ষাতে।
ছুঁতে গিয়েও পেলাম না ছুঁতে তোমার কঠিন আন্দোলনে।।
আজ নয় অন্যদিন স্বৈরাচার পতন হলে...
শুধু ছুঁয়ে দেখাই নয় নোঙর ফেলিও তুমি গভীর জলের দেশে।
.
তারপর কেটে গেল বহুদিন;
পিটার ডি হাসের তৎপরতায় আড়মোড়া ভেঙ্গে জেগে উঠে আমার উপবাসী শরীর।
এই বুঝি ঘনিয়ে এলো......
শরীরের উত্তাপে ঘন হতে হতে আরও ঘনীভূত সময়।
আকাশে ছোপ ছোপ সাদা মেঘের ঘনঘাটা,
আমিও থাকি জেগে...
রোজ রাতে তোমার অপেক্ষাতে আন্দোলন করে ডাহুক পাখির ডাকে।
.
তা আর হল কই?
দেখেন না কি হয় বলতে বলতে সরকার গঠন করলো লীগ;
এরও আগে দেখে এসেছি রাজপথের আন্দোলন।
কঠোর আন্দোলনের হুমকিতে নাকি ঝরের মত উড়ে যাবে শকুনের দল।
আমিও আশায় বুক বাঁধি,
আন্দোলন হবে ঈদের পর
ঈদ গিয়ে আবারও ঈদের দ্বারপ্রান্তে...।
আর কত দেরি অনামিকা?
আন্দোলনের ঘেরাটোপের ফাঁদে উপবাসী শরীর না জানি কবে স্বৈরাচারী হয়ে ওঠে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: স্বৈরাচারী শরীরের ভিতর সব কিছু চালিয়ে দিলেন।

আগের কবিতাটি অনেক ভালো ছিল।
ওরকম কিছু লিখুন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন...

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

নিচু তলাৱ উকিল বলেছেন: এটা ভাল দিক। আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.