নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ঘরে আসার আগেও চলতো মৈথুনে সুখ খোঁজা-
এখনো চলে তুমিহীন শূন্য ঘরে!
অষ্টাদশী মৈথুনের ধারা বদলে এসেছে বৈপ্লবিক অগ্রগতি;
তবু একবিংশ শতাব্দীতেও দেখি উনিশের শোক।
নিশিরাত!
উদ্যোমী সকাল!
ক্লান্ত দুপুর! ঝিমানো বিকেল!
ঘুম ভেঙ্গে জেগে উঠে, কেঁপে উঠে ক্ষণে ক্ষণে মহাকাল!
বনপাকুড়ের ঝোপে আড়াল করি হতাশা আর মানসিক অবসাদ।
তারপর,
তারপর না পাওয়ার ব্যথা ভুলে পাখির ঠোঁটে সাত প্রহরের বসবাস।
আকাশে কালো মেঘ,
বইছে বাতাস; উড়ছে আবেগ।
উড়ে গেলে যাক ঘরের ফুটো চালা ফুটন্ত ফুল
গিরিখাতে ঝর্না এলে থই থই পুকুর;
ডুবি,
ডুবাই-
তরী বেয়ে ঘাটে ফিরি তরতাজা মন কতকিছু ভুলে।
অবাধ্য শরীর! অভুক্ত পেট! ভেজা দরোজায়-
তবু সময় অসময় মৈথুনে সুখ খুঁজে।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
আলামিন১০৪ বলেছেন: বিয়ে করেন নাই এখনো?
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
নিচু তলাৱ উকিল বলেছেন: হুম। তবু অলিতে গলিতে চোরাবালিতে মৈথুনের প্রয়োজন আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬
আলামিন১০৪ বলেছেন: আরেকটা বিয়ে করতে বললে তো পগতি-চুশীলরা তেড়ে আসবে...পুরুষ প্রকৃতিগতভাবেই বহুগামী
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: তা অবশ্য মন্দ বলেননি।
৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালোই লিখেছেন।
২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭
কামাল১৮ বলেছেন: বৌ যদি বলে আমারো দুই জন লাগবে।
২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯
নিচু তলাৱ উকিল বলেছেন: না বলেও তো করা যায়। বললে তো আরও ভাল।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৭
আলামিন১০৪ বলেছেন: @কামাল, তালাক দিয়ে তেনার কাছে কাছে পাঠায়ে দিবেন হিল্লা বিয়ের জন্য, এরপর মজা শেষে ফিরায়ে নিয়ে আসবেন মোহরানাসহ, পাঠাবেন নাকি আপনার বউ আমার কাছে?
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: মানব জীবনের অপার লীলা এই মৈথুন!!
আপনার কবিতায় বড্ড ঝাঁঝালো হয়ে এসেছে।