নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

পঞ্চাশের গোলাপ কুড়ি

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০


ছবিঃ নেট

একটা গোলাপ কিনতে গিয়েও দরকষাকষি করি,
কতটা নির্লজ্জ প্রেমিক আমি ভাবা যায়!
পঞ্চাশের গোলাপ কুড়িতে কিনে পকেট হাতড়িয়ে দেখি কুড়ি।
সমুচার ঘ্রাণ শুকে ঢোক গিলে খাওয়া সময়ের হেরফের
কতটা মায়ার টানে লুকিয়ে থাকে বুকপকেট।
আজ শুধু ভাবতে পারছিনা এটাও হয় বুঝি,
হয়তো এটাই হবার কথা ছিল।
দিনশেষে তবু কদর পেলাম না,
তোমার কাছে ওটা শুধু একটা বাসী লাল গোলাপ হলেও সেটা আমার কাছে নিছক গোলাপ ছিলনা;
শরীর থেকে বিচ্ছিন্ন করা জ্যান্ত আর তাজা টকটকে একটা হৃদয় ছিল।
তবুও যদি একচিলতে সুখী দেখতে পারতাম!
ফেরার সময় ঠিকই বললে,
শুধু আমার বুঝতে সময় লেগে গ্যালো একশো বছর।
ঠিকই বলেছিলে,
সস্তায় যাদের প্রেম হয় তাদের ওসবে বাধ্যবাধকতা কিসের?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

এম ডি মুসা বলেছেন: প্রেম কি আগের ৫০ শতকের আছে এখন কি প্রেম এগুলো কি প্রেম বলে জানি না , আমার কাছে এখন যেটা প্রেম সেটার দাম নেই

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা প্রেমের কবি...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

নিচু তলাৱ উকিল বলেছেন: শুভ সকাল কবি

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
একটা গোলাপ কিনতে গিয়েও দরকষাকষি করি,
কতটা নির্লজ্জ প্রেমিক আমি ভাবা যায়!


লাইন দুটো অনেক ভাবাল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে মেয়েরা এসব গোলাপ টোলাপ দিয়ে ইমপ্রেস হবে না, মেয়েরা ইমপ্রেস হবে যদি আপনি তাকে হাসাতে পারেন, আনন্দ দিতে পারেন, একাকীত্ব গুছিয়ে দিতে পারবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট মেয়েটির বন্ধবীরা যদি বলে তর বি এফ জোস, তাহলে কাজ শেষ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: তাহলে বান্ধবীদের আগে ইম্প্রেস করা উচিৎ ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.