নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো সেদিন দেখা হল
আসলে ফিরে ভাবলো এ মন-
বুক দিয়েছি পেতে
ধরবে বলে আমার শরীর
নাই হয়ে যায় বাস্তবিকে
বললে ফিরে যেতে।
চেনা ঘামের গন্ধে অতীত
আড্ডা জমাও ভুলের মাঝে
ঠোঁট লেগেছে ঠোঁটে
হাতের রেখায় উল্টো স্রোতে
নাই হয়ে যাই জলের ধারায়
ফুল হয়ে যেই ফোটে।
চিলেকোঠায় ঝুলছে পিরিত
বাদুড় ঝোলার মত হয়ে
শিকায় তুলে ভুল
দূরে গিয়েও আবার মিশি
আসব জেনেও মৃত শরীর
খোপায় বাঁধে ফুল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪
নিচু তলাৱ উকিল বলেছেন: শুভ দুপুর
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫
নিবারণ বলেছেন: ভালা লিখছেন, ছন্দ আছিল কবিতায়, হাতের উলটো রেখার মানে কি, জানাইয়েন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২
যাযাবর১১১ বলেছেন: নাইস
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬
এম ডি মুসা বলেছেন: ভাই আমি ও খুব কস্টে আছি কি বলবো বুঝতেছিনা,
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬
নিচু তলাৱ উকিল বলেছেন: বিকল্প কিছু করুন। আর যাইহোক কষ্টকে বেশি প্রশ্রয় দেয়া যাবেনা
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ
ভালো থাকুন।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছন্দে ছন্দে ভালো লেগেছে।
চেনা ঘামের গন্ধ, উপমাটা সুন্দর৷
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...