নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ঐটা মানে ঐটা

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩২

ঐটা আমার উইক বলিয়া বউ থাকেনি আর
দুই প্রেমিকা পর করেছে বলছে আমায় ছাড়।
এইতো কদিন আগের কথা শক্ত ছিল খুব
নলের উপর বইসা বউয়ে রঙ্গে দিতো ডুব।
'
তিন প্রেমিকা পুষেছিলাম সকাল বিকাল রাত
ঐটা আমার নাই বলিয়া, নই পুরুষের জাত-
বললে আমি, কষ্ট পেয়ে নিলাম ডিসিশন
নিরুদ্দেশে ঘর ছাড়িবো এটাই ছিল পণ।
'
যাবার বেলা বউ বলিলো" পুরুষ না তুই নারী?"
পুরুষ হলে এমনি করে ছাড়তি নারে বাড়ি!
সোনার অঙ্গ ছাইড়া যে তুই চললি নিরুদ্দেশে
অঙ্গ আমার ছাই করিলাম এলাম কোথায় ভেসে?
'
ওগো খোদা ক্যান পাঠালি না-মুরাদের ঘরে
তারচেয়ে তো ভালই ছিল প্রেমিক "সুমন করে"।
ফসকিয়ে মুখ বললে অমন, টাসকি গেলাম খেয়ে
ওরে মাবুদ ওঠাও আমায় এ কোন জাতের মেয়ে?
'
রাখবো না আর বেশ্যা মাগী; ধার মেটা তোর নাঙ্গে
ওঠাও মাবুদ ওঠাও মাবুদ, থাকবো না এই গাঙ্গে।
কাপুরুষও বললে বউয়ে আর কী থাকে? বাকী-
মরে যাওয়া ছাড়া কী আর উপায় আছে নাকি?
'
প্রশ্ন শুনে বললো দাদায় উপায় আছে নাতি
আমরা হলাম হর্তাকর্তা বীর পুরুষের জাতি।
ঐটা যদি উইক হয়ে যায় চিন্তা করিস নারে
দুই ডোজে কাম হইয়া যাবে যা না তাদের দ্বারে।
'
সোজা গিয়ে ডানে যাবি ডানে গিয়ে বামে
বিদেশী মাল পাওয়ার আছে সস্তা পাবি দামে।
বলি দাদা ঐটা আমার নাই বলিয়া এমন
বিদেশী মাল করবো টা কি কাজ কী আমার তেমন?
'
ওরে নাতি লজ্জা কেন? বলতে গোপন কথা
এতক্ষণে বুঝছি আমি কিসব যথাতথা!
বলছি দাদা ঐটা মানে ঐটা বলি নাকো
ঐটা মানে অর্থকড়ি এইটা নিয়ে থাকো-
'
চলছি আমি নিরুদ্দেশে ফিরবো সেদিন বাড়ি
যেদিন পকেট থাকবে ভরা টাকা কাড়ি কাড়ি।
বউ বলি আর প্রেমিক বলি টাকার পাগল সবি
নাই টাকা তুই বোকাচোদা বলবে বালের কবি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অন্তমিল

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৩

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই সৌন্দর্য!

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৩

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঐটা মানে টাকা কড়ি :D

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৬

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৮

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.