নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

লবণ জলের জীবন

২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২

পৃথিবীর গোলকধাঁধায় আটকা পড়েছে জীবন....
তোমাদের পাড়ায় লাল নীল বাতির উৎসবে ডুবে গ্যালে সময়
আমাদের পাড়ায় জলের বুকে ভর করে উঠে সংসারি চাঁদ।

কীবোর্ডের উপর অনভ্যস্ত আঙুলের কারসাজিতে-
কেটে গ্যালো কত প্রহর।
আমি তো তুমি নই,
কাদা এবং লবণ জলের জীবন-
খেজুর রসে মুড়ি চিবানো সকালে রোদ পোহাই।

গোল পাতার সারির মত আজও ঠাই দাঁড়িয়ে আছি !
কোথাও কেউ নেই...
তবু আছে কালো কপাল বনমালীর ডাক,
খোলা আকাশে উড়ে চলা শঙ্খচিল, বন্য শূকর, বন বিড়াল।
আরও আছে জঙ্গলের কালো কাদা,
লবণ জলের জীব।

তবু থেমে থাকেনা জীবন
সংসারের টানে তছনছ হয় কাঁকড়ার সংসার।
লাল কাঁকড়ার বিপ্লবী মানববন্ধনে টনক নড়ে না কারও!
তবু চলে, হরিণের ডেরায় চিতা বাঘের পোদ্দারি;
কাদা জলের বিচিত্র সংসার!
চরভোজনে এভাবেই কেটে গ্যালো কত রাত দিন!

শুয়োরকাটা মাছের মতো আজও চ্যাপ্টা হয়ে আছি...
চারপাটা জালে দেখি আবদ্ধ ভবিষ্যৎ
টাইগার চিংড়ির মত মাথা খুলে নিয়ে যায় "মহাজন"।
চেয়ে চেয়ে থাকি কাদা জলে ভীষণ রকম আশায়-
মদনটাকের মত একাগ্রচিত্তে এক পা তুলে...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.