![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকাস্থ পল্লবী সাড়ে এগারো স্টান্ড থেকে কিছু দূর হেঁটে পূরবীর দিকে আসতেই বামে যে বোড়টি চলে গেছে কালসীর দিকে, সেই রোডের বামেই বৈকালী হোটেল এন্ড রেষ্টুডেন্ট। সেখান থেকে বামে না গিয়ে সোজা গেলে প্রথমে যে বিল্ডিংটি পড়বে তা হলো ডাস বাংলা ব্যাংক,পল্লবী শাখা। এই ডাস বাংলা ব্যাংকের ডান পাশে কালসী রোডের শুরুতেই এমন একটি ম্যানহোল রয়েছে যাতে ঢাকনা না থাকায় পথচারী চলাচল রিস্কি হয়ে পড়েছে। একবার ভিতরে ঢুকলে আর রক্ষা নাই। এখান থেকে একটু এগিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল পেরিয়ে আরেকটা বিল্ডিং পরে হাতের ডানে এরূপ আরেকটা খোলা ম্যানহল রয়েছে। যা পূরবী মার্কেট এর ঠিক বিপরীত দিকে। এরূপ ঢাকা শহরে রয়েছে আরো কত ঢাকনা ছাড়া খোলা ম্যানহোল। আমার কথা হলো: এই সব খোলা ম্যানহোলগুলো বন্ধ হওয়া দরকার। যাতে করে আমাদের চলাচল শান্তিময় হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দিলে এলাকাবাসীর বিশেষ উপকার হবে।
মোবাইল ক্যামেরায় রাত ১০টায় তোলা ছবি: অস্পষ্ট বলে দু:খিত।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
বনসাই বলেছেন: ওই মোড়টা ইদানিং মরণ ফাঁদ হয়ে গেছে। নানামুখী ব্যতিব্যস্ত গাড়ির চাপে পথচারীরা দিশেহারা। গত মাসেও ম্যানহোলের উপচে পড়া নোংরা পানির ছিটা পোষাকে না মেখে সহজে কেউ সেখান দিয়ে পাড় হতে পারে নি।
ধন্যবাদ সচেতনামূলক পোস্টের জন্য।