নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

বোহেমেনিয়ান

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

হাকীম আল-মীযান

বোহেমেনিয়ান জীবন যাপনে অভ্যস্থতা যার
তার আবার ভালবাসার স্বাদ, যেন চাঁদ ধরাই
মানসিক ভাবে পালিয়ে বেড়ায়- ডেরায়
ঘড়ি সেতো ছেড়ে দিয়েছে অনেক আগে ভাগেই।

সময়ে কাটা স্বাভাবিক, জন্ম-মৃত্যু ধারাবাহিক
মন চাইলেই তাকে বশে আনা দড়ি কষা
এমন তো আর সম্ভব নয়, সৃষ্টিকর্তার কাছে
একটি রহস্যময় চাবি তাঁর মিডিয়াতে আছে।

নদীর পাড় থুবড়ে বেঁচে থাকা জীবন যমুনায়
মানুষগুলো নিয়তিতে আঁকা দৈনন্দিন হায়! হায়!
আশ-পাশের জনগণ আমাদেরই একান্ত আপনজন
মন্দের সাথে ভালোর আপোষহীন সংগ্রামরত জীবন।

এত কিছু জেনে শুনেও মুষ্টিবদ্ধ রাখালিয়া জীবন
শুনতে চায় বেনুর সুরেলা গান; ভাবুকের মন যখন
পৃথিবীর কাঠগড়ায় করে প্রশান্তির অনুসন্ধান
নিভু নিভু প্রদীপ পেতে চায়; উজ্জীবিত প্রাণ ।

তবু যদি মন হতে চায় উদ্ধত; তাকে ঠেকাবে কে?
সুরই সত্য, সত্যই সুন্দর, সুন্দর খুঁজে পায় সুস্থতাকে
স্থান-কাল -পাত্র ভেদে মানুষের চেঞ্জ আছে- পাপীও
হতে পারে গোলাপ; মত্ত যে ঘ্রাণে অধম বোহেমেনিয়ান।

হাকীম আল-মীযান এর
অপ্রত্যাশিত কাব্যিক
কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি থেকে সংকলিত।
রচনাকাল:- সম্ভবত: ১৯৯৫ ইং।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.