![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ দেশে
হাকীম আল-মীযান
বিশ্ব মাঝে আছে অনেক
হরেক রকম দেশ;
সবচে’ ভালো দেশটা হলো
সবুজ আমার দেশ।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম ফুল;
শাপলাটাকে চিনতে কারো
হয়না কোন ভুল।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম ফল;
কাঁঠাল খেলে আসে গায়ে
দ্বিগুণ শক্তি বল।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম পাখি;
দোয়েলের ডাক শুনলে পরে
খোলে মনের আঁখি।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম মাছ;
পদ্মার ইলিশ মাছের রাজা
ভাজা খাবো আজ।
সবুজ দেশে আছে অনেক
হরেক রকম জন্তু;
রয়েল বেঙ্গল টাইগারের নাম
বিশ্ব জুড়ে কিন্তু।
সবুজ দেশে আছে অনেক
লেখক, গায়ক, কবি;
দুখু মিয়া কাজী নজরুল-
হলেন; জাতীয় কবি।
বিশ্ব মাঝে আছে অনেক
হরেক রকম দেশ;
সবুজ দেশের নামটা হলো
সোনার বাংলাদেশ।
* ছড়াকার আহমদ সাকী সম্পাদিত-
‘বাংলাদেশের কিশোর কবিতা ’ গ্রন্থে
এই ছড়াটি ১ম প্রকাশিত হয়-১৯৯০ইং তে।
* পরবর্তীতে কিছুটা উন্নয়ন করা হয়েছে।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
শিশুদের জন্য সুন্দর একটি ছড়া।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
আফজাল বাঙ্গাল বলেছেন: ড়াটি খুব প্রাণবন্ত