নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

অপ্রত্যাশিত কাব্যিকে ঢাকা শহর নিয়ে লেখা মারফতি স্টাইলের একটি গান

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

কথা ও সুর: হাকীম আল-মীযান


ঢাকার শহর আজব শহর ঢাকা,
যার যা ধান্দা আল্লাহর বান্দা
ঘুরায় গাড়ীর চাকা।

কেউ বা ঢাকা চাকরী করে
কেউ বা আবার বেকার ঘুরেরে,
কারো পকেট ভরা আবার
কারো পকেট ফাঁকা।

এই শহরে কত মানুষ
কেউ বা হুস কেউ বেহুশরে,
কেউ বা চালায় ঠেলাগাড়ী
কেউ বা চার-চাকা।

যতই করো বাহাদুরী
ঝারো যতই জারী-জুরীরে,
সকাল বেলার আমীর যে সে
সন্ধ্যা বেলা ফাঁকা।

যতই আজব বলোনা ভাই
যতই দেখাও হাই-ফাই রে,
মিজান শাই তুই মাওলার কাছে
প্রতি পদে ঠেকা।

* উপরোক্ত গানটি যথাসম্ভব ১৯৯১ থেকে ৯৫ এর ভেতরে কোন এক সময়ে
সুরসহ লেখা । আমি স্বনামধন্য কোন গায়ক না হলেও তখন একতারা বাজিয়ে
তালে তাল মিলিয়ে নিকটস্থ শুভাকাঙ্খিদের শুনাতাম।


ধন্যবাদান্তে- হাকীম আল-মীযান। ২৭-০১-২০১৬ ইং।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.