![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান
কবিকে যে কবিতাই মানায়,
এ ছাড়া আর যা কিছু আছে
তাকে অভিবাদন জানায়-
ধরে থাকা হয় না।
এটা ছেড়ে ওটা,
ওটা ছেড়ে আরেকটা,
কোন কিছুতেই আটকায় না মন
খুঁজে ফিরে তাই কবিতার ভুবন।
কবিকে যে কবিতাই মানায়,
আর সব কিছু তাকে হার মানায়
ব্যবসা-বানিজ্য, সংসার ধর্ম
সমাজ কর্ম,
কি ম্যানুয়াল, কি এনালগ,
এবং ডিজিটাল,
সর্বত্রই কবির আনাগোনা
তবুও সে আনমনা,
হৃদয় রাজ্যে হাহাকার!
কবিকে যে কবিতাই মানায়।
চলনে কবিতা, বলনে কবিতা
শয়নে কবিতা, স্বপনে কবিতা
নিশ্বাসে কবিতা, বিশ্বাসে কবিতা
পেশাগত কিংবা হবি-টা
কবিকে যে কবিতাই মানায়।
* লেখার তাং ১৮-৬-২০১৩ ইং ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
মারুফ তারেক বলেছেন: এটা ছেড়ে ওটা,
ওটা ছেড়ে আরেকটা,
কোন কিছুতেই আটকায় না মন
ভালো লাগল, ভালো থাকবেন কবি।।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ভালো লাগলো । শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
নিমগ্ন বলেছেন: আহাঃ আহঃ কি অসাধারণ কবিতা।