নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা ১০ টি আধুনিক-ব্যান্ডের গানঃ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

আধুনিক-ব্যান্ডের গানঃ ১
হাকীম আল-মীযান।

টেনশন, টেনশন, মহাটেনশন
টেনশনে জড়ানো নিত্য এ জীবন
ভালো লাগে না, ভালো লাগে না!

ভেবেছিলাম, প্রিয়া তোমায় ভালবাসবো
ভালোবেসে সুখে-দুখে ঘর বাঁধবো,
টেনশনে জড়িয়ে কিছু হলো না
ভালো লাগে না, ভালো লাগে না!

টেনশনের ভূতটা ঘাড়ে চেপে হায়!
দিন-রাত সারাক্ষণ আমারে জ্বালায়,
তার সাথে কিছুতেই পেরে উঠিনা
ভালো লাগেনা, ভালো লাগে না!
* উক্ত গানটি যথাসম্ভব: ১৯৯১ এর পরে আমার লেখা ও সুর করা
সর্ব প্রথম আধুনিক ব্যান্ডের গান।-হাকীম আল-মীযান।


আধুনিক-ব্যান্ডের গানঃ ২
হাকীম আল-মীযান।

বেনু! শুন, শুন,
শুন, শুইনা যা-
সুরে মাতাল, ঘুরে রাখাল,
একটু ফিরা চা।

তোরে যদি না পাই ভবে
কেমনে বাঁচুম রে !
সব আশা ভালো-বাসা
ব্যর্থ আশা রে ।

অবশেষে পাগল বেশে
বনের বাউল রে !
ধেনু হারা সংগী ছাড়া
একা একা রে।

আধুনিক-ব্যান্ডের গানঃ ৩
হাকীম আল-মীযান।

জীবন মাঝে নাটক খুঁজে পাই
কাহিনীর পোষ্ট মর্ডেম লইয়া,
গুরুর সাধন অবতার রূপ
শোধন ছবি হইয়া ।

জীবনের বলো বলবো কি আর!
ভালো-মন্দে ভবের সংসার,
মানুষ খুঁজতেই সময় যায় রে-
চিনবো কেমন কইরা?

একেক মানুষ একেক বুঝে
একক রূপে সত্য খুঁজে,
লাশের সেবায় ডোমের সুরা
সাধক সিদ্ধি লইয়া।

হবে না তোর হবে না রে
সত্য খুঁজা হবে না রে,
সত্যের তত্ত্ব পেতে চাইলে;
সোজা পথটা ছাইড়া।
* সতর্ক বাণী: সর্বপ্রকার মাদক দ্রব্য সর্বদা পরিত্যাজ্য।-হাকীম আল-মীযান।

আধুনিক-ব্যান্ডের গানঃ ৪
হাকীম আল-মীযান।

হারিয়ে গেছি
দূর অজানায়-
কুড়াতে মুক্তা প্রবাল।

তুমি যে আমার সাগরেরই ঢেউ
আমি যে তোমার সাগরেরই ঢেউ
ঢেউএ ঢেউএ মাতা-মাতি
হয়েছি মাতাল ।

ঘুমের ঘোরে দেখি, স্বপ্নটা একি
ভেঙ্গে গেলে বাস্তবে
পাবো কি নাগাল?

আধুনিক-ব্যান্ডের গানঃ ৫
হাকীম আল-মীযান।

কিছুই ভাল লাগে না যে আর
ভালো লাগার পরে ভালবেসে ফেলে
পেয়েছি; কষ্টের উপহার ।

তুমি তো রয়েছো তোমারই পথে
আমি তো রয়েছি আমারই পথে
দু’জনার দু’টি পথ নয় পূরণ হবার।

তোমার আমার প্রেমের কথা
এক তরফা প্রেমের প্রথা,
হৃদয়টা জ্বলে পুড়ে হয় ছারখার।

আধুনিক-ব্যান্ডের গানঃ ৬
হাকীম আল-মীযান।

মনে হয় চাকু দিয়ে
আত্মঘাতী মন নিয়ে
নিজ বুক নিজে চিরে
দেখাই তোমায় আমি;
কতো না ভালোবাসি
আবার ফিরে আসি
তোমার কথা ভেবে
আমি কি মরিতে পারি?

নয়তো বা বিষ খেয়ে
মরণের জ্বালা সয়ে
দেখাই তোমায় আমি,
কতো না ভালোবাসি
আবার ফিরে আসি
তোমার কথা ভেবে
আমি কি মরিতে পারি?

নয়তো বা ফাঁসি নিয়ে
একা একাই কষ্ট পেয়ে
দেখাই তোমায় আমি,
কতো না ভালোবাসি
আবার ফিরে আসি
তোমার কথা ভেবে
আমি কি মরিতে পারি?

*সতর্ক বাণী: আত্মঘাতী কমকাণ্ড সর্বদা পরিত্যাজ্য।-হাকীম আল-মীযান।

আধুনিক-ব্যান্ডের গানঃ ৭
হাকীম আল-মীযান।

কল্পনার ফানুস উড়ায়ে
আর কতো দিন-
তার চেয়ে চলনা
মনটারে বলনা
বাস্তবে বাড়ে- ঋণ।

সেই কি যে হয়ে গেলো
ঝড়ে হলো এলো-মেলো
বাউলের সাজ সেজে
একতারা হতে শেষে
টুং টাং টিং।

কল্পনা সেতো চাঁদেরই মতো
সূর্যালোকে আলোকিত যতো
পূর্ণিমায় যায় দেখা-
নিয়তির হাতে লেখা
অমানিশায় হয় লীন।

আধুনিক-ব্যান্ডের গানঃ ৮
হাকীম আল-মীযান।

আমারে তুই ভালোবাসলি না!
শুধু রূপ দেখাইয়া করলি পাগল
আমার হইলি না।

মনে অনেক আশা ছিলো
প্রাণে অনেক ভাষা ছিলো,
আশার বাসা ভেঙ্গে গেলো
জোড়া দিলি না।

কি হতে যে কি যে হলো
স্বপ্ন হলো এলো-মেলো,
আশার প্রদীপ নিভে গেলো
দেখেও দেখলি না।

ভালোবাসা ছিলো ভালো
তারে যে তুই করলি-কালো
নয়ন জলে ভেসে গেলো
মুছে দিলি না।

* উক্ত গানগুলো যথাসম্ভব: ১৯৯১ থেকে ১৯৯৬ এর ভেতরে সুরসহ লেখা।
সম্পাদনা করেছি:
যথাক্রমে: ২৮-০৬-২০০৬, ১১-০২-২০১৬ এবং ১২-০২-২০১৬ ইং।-হাকীম আল-মীযান।


আধুনিক-ব্যান্ডের গানঃ ৯
হাকীম আল-মীযান।

ভুলো না আমায় ওগো বন্ধু
থাকো তুমি যেথা থাকো
আমায় ছেড়ে- তবু।

মেঘ হয়ে গাই গীতি
জেগে ওঠে কতো স্মৃতি
চোখের জল পড়ে বিন্দু বিন্দু।

আজ তুমি গেছো সরে
আমা’ হতে বহু দূরে
ভুলি নাই আজো তোমায় কিন্তু।

বুকের ভেতরে জ্বালা
গলায় বিরহ মালা-
প্রেমের প্রদীপ জ্বলে নিভু নিভু।
*উক্ত গানটি: ১৫-৭-২০০৬ ইং সুরসহ লেখা।- হাকীম আল-মীযান।


আধুনিক-ব্যান্ডের গানঃ ১০
হাকীম আল-মীযান।

তুমি যে আমার জীবনেরই সুখ,
থাকে না অসুখ-বিসুখ
তোমার কাছে এলে।

জানিনা, তুমি কেনো ভালোবাসো
ভালোবেসে আসো, কাছে আসো
এ জীবন দাও ভরে ফুলে ফুলে।

ফুলেরই সৌরভে দেখি তোমাকে
হাসিতে মুক্তো ঝরে প্রতি ঝিলিকে
সব হারাবার ব্যথা যাই যে ভুলে।

* উক্ত লেখাটি যথাসম্ভব: ২০০৫ ইং এর কাছা-কাছি সময়ে আমার সন্তানদের মাকে নিয়ে লেখা।
যিনি একজন লেখকের স্ত্রী হয়ে সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন।
আজ অবধি, আমার লেখা-লেখির ক্ষেত্রে বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করছেন
কিন্তু কোন দিন বাঁধা হয়ে দাঁড়াননি।- আলহামদুলিল্লাহ।


* আমার লেখা উপরোক্ত ১০টি আধুনিক-ব্যান্ডের গান নিয়ে সংশ্লিষ্ট কিছু কথা-

১। উপরোক্ত সমস্ত গানগুলোই আমার অপ্রকাশিত পাণ্ডুলিপি ”অপ্রত্যাশিত কাব্যিক” এর অন্তর্ভুক্ত।
প্রত্যাশিত নয় এমন কিছু যখন হয় কাব্যময়, তখন তা আমার ভাষায়- অপ্রত্যাশিত কাব্যিক।
অর্থাৎ অপ্রত্যাশিত কোন কিছু যখন কারো জীবনে বাস্তবতা লাভ করে এবং তা প্রকাশিত হয়ে
উঠে কোন সৃজনশীল মানুষের কবিতা, গান, ছড়া এবং লেখায়। তখন তাকে বলা যায়-অপ্রত্যাশিত কাব্যিক।

২। ২০০৫ ইং এর পরে আমি বিশেষ ভাবে মনোযোগ দেই; ইসলাম সম্মত মন-নিয়ন্ত্রণ পদ্ধতি “ রূহানী মেথড” নামক
একটি গবেষণা মূলক পুস্তিকায়। ফলে, গানগুলো নিয়ে আর বিশেষ কোন চিন্তা-ভাবনা করার সময় সুযোগ হয় নাই।

৩। লেখক ও সুরকারের পূর্ব অনুমতি ব্যতীত কোনরূপ কপি-পেষ্ট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
কারো ভালো লাগলে রচয়িতার নামসহ শুধু মাত্র সামহোয়্যারইন ব্লগের লিঙ্ক দিলে লেখকের পক্ষ থেকে কোন অভিযোগ নাই।

৪। দলীয় ভাবে কোন ব্যান্ড, সংগীত সংস্থা এবং একক ভাবে কোন গায়ক, শিল্পী উক্ত গান থেকে কোন গান গাইতে চাইলে;
আলোচনা ও শর্ত সাপেক্ষে তা সম্ভব হতে পারে। তবে গানগুলোর স্বত্ব লেখক ও সুরকারের নামে সংরক্ষিত থাকবে।
ধন্যবাদান্তে- মো: মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান। ১৩-০৬-২০১৬ ইং রাত ১২টা ১৫ মিনিট (এ,এম)।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: লিরিকগুলো চমৎকার লাগলো!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

মহা সমন্বয় বলেছেন: বর্তমানের কোন গয়কের কন্ঠে গানগুলো দুরুণ লাগবে।
ধন্যদবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

গেম চেঞ্জার বলেছেন: * উক্ত লেখাটি যথাসম্ভব: ২০০৫ ইং এর কাছা-কাছি সময়ে আমার সন্তানদের মাকে নিয়ে লেখা।
যিনি একজন লেখকের স্ত্রী হয়ে সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন।



আপনার সন্তানদের মা-কে জানাই লাখো সালাম। (তবে আপনাকে একটা। ;) )

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬

আল মীযান বলেছেন: উপরোক্ত তিনজন মন্তব্যকারীদের জানাই
আন্তরিক অভিনন্দন।
হাকীম আল-মীযান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.