![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশের গৌরব
হাকীম আল-মীযান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ;
বাংলাতেই মনের আশা
করি যে নির্মান।
বাংলাতেই কথা বলি
বাংলাতেই পথ চলি;
বাংলাতেই মাকে ডাকি
করি যে সন্ধান।
বাংলাতেই লেখা-লেখি
ছড়া, কবিতা, গান;
বিশ্বে মাঝে পরিচিতি
আন্তর্জাতিক সম্মান।
এমন ভাষা আর কি আছে?
ভাষার জন্য রক্ত দিছে;
বীর শহীদান বাঙালিরা
করেছেন প্রমান।
উনিশ শ'তে প্রমান আছে
বায়ান্নের ফেব্রুয়ারি মাসে;
বছর ঘুরে আসলে একুশ
গর্বে ভরে প্রাণ।
লেখার তারিখ:
১১-০২-২০১৬ইং।
প্রকাশের তারিখ:
২১-০১-২০১৬।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮
আল মীযান বলেছেন: আপনার মন্তব্যে খুশি হলাম, যথেষ্ট আনন্দ পেলাম। দু'আ করবেন। হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার কবিতা,
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক