![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশের কথা
হাকীম আল-মীযান
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
অতিক্রম করছি
ঐতিহাসিক স্মৃতিময়
প্রিয় আসাদ গেট
হেঁটে যাচ্ছি-
বিজয় স্মরণির দিকে।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
পাকিস্তানি শোষকেরা
বীর বাঙালির উপর
জুলুম করে চাপাতে চাচ্ছে
উর্দুকে করতে যাচ্ছে
বাঙালির রাষ্ট্র ভাষা।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
শৈশবে স্কুলের ছাত্র-ছাত্রী
ভাই-বোনদের সাথে
সারি বেঁধে প্রভাত ফেরিতে
বিনম্র ভাবে এগিয়ে যাচ্ছি
শহীদ মিনারের দিকে।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
কালো ব্যাজ ধারণ করে
গোলাপ ফুল হাতে গাইছি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি-
গানের অমর পংক্তি মালা।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
উনিশ'শ বায়ান্নের ফেব্রুয়ারিতে
শোষকের বিরুদ্ধে কথা বলা
বীর বাঙালীর প্রথম সাহসিকতা।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
নিজেদের অধিকার ফিরে পেতে
দেশ ও জাতির স্বাধীনতা আনতে
বিজয়ের পতাকা সমুন্নত করতে
ভবিষ্যত; সোনার বাংলা গড়তে
রাষ্ট্র ভাষা বাংলা চাই-
শ্লোগানে মুখরিত মানুষগুলো
মিছিলে মিছিলে এগিয়ে যাচ্ছে
ঢাকার রাজপথে-
বীরদর্পে ঢেলে দিচ্ছে
বুকের তাজা রক্ত।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আর ভুলতে পারি না;
বাংলা মায়ের বীর সন্তান
সালাম, বরকত, রফিক জব্বারসহ
অসংখ্য ভাষা সৈনিকদের কথা;
সবার জন্য করি দু'আ-
জানাই অশেষ কৃতজ্ঞতা।
লেখার তাং: ১৪- ০২ - ২০১৬।
প্রকাশের তাং: ২১ - ০২ - ২০১৬।
* প্রসংগ কথা:
১। এবারের ২১ ফেব্রুয়রিতে প্রকাশের জন্য আমি ৩টা লেখা লিখতে সক্ষম হয়েছি।-আলহামদুলিল্লাহ। এর আগে আজ
১২ টা ১ মিনিটে পোষ্টকৃত একটা ছড়া-কবিতা। যা আমার নিজের কাছে ভালো লেগেছে। কিন্তু অন্য কোথাও ছাপার জন্য
পাঠাই নাই। ইচ্ছা ছিলো সামহোয়্যার ইন ব্লগে প্রকাশ করবো।
২। উপরোক্ত কবিতাটিতে আমি বুঝাতে চেয়েছি; ২১ ফেব্রুয়ারির চেতনাই ছিলো মূলত: আমাদের বাঙালি জাতির জেগে ওঠার
তথা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিজয়ের প্রথম সোপান।
৩। পরবর্তী পোষ্টে একটা দেশাত্ববোধক গান পোষ্ট করবো- যা আমি সুরসহ লিখেছি। ভালো লাগলে লেখকের নামসহ
সামহোয়্যার ইন ব্লগের লিংক দিলে লেখকের কোন আপত্তি নাই।
৪। বিশেষ করে আমার ছড়া-কবিতাটা যদি সত্যি সত্যি ভালো হয় তবে লেখকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয়
সম্পাদনা সাপেক্ষে- পাঠ্য বই এর অন্তর্ভুক্ত করা গেলে আমি আমার লেখক জীবনকে ধন্য মনে করবো। জানি না কেমন হয়েছে।
এমনটা আশা করা ঠিক হলো কিনা? যেহেতু পাঠক সমাজই কোন লেখাকে যখন অন্তরে গেঁথে নেয়, তখনই একটা লেখার প্রকৃত মূল্যায়ন হয়। প্রত্যেক লেখকের কাছেই তাঁর লেখা সন্তানতুল্য বিধায় নিজের লেখা নিজের কাছে ভালো মনে হওয়াই স্বাভাবিক।
৫। দেশাত্ববোধক গানটি কোন ব্যক্তি, সংস্থা একক বা যৌথ উদ্যোগে গাইতে চাইলে; কোনরূপ অর্থের বিনিময় ব্যতীত শুধুমাত্র
আমার লেখা ও সুরের স্বত্ত্ব অপরিবর্তিত রাখার শর্তে সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমে যোগাযোগ করলে তা সম্ভব হবে ইনশা-আল্লাহ।
৬। লেখার মান যদি কারো কাছে খারাপ লাগে তবে সুন্দর পরামর্শ আশা করি। দয়া করে আজে-বাজে মন্তব্য না করলে খুশি থাকব।
সৃজনশীল কাজে একে অপরকে উৎসাহিত করার মাঝেই রয়েছে; আমাদের সাহিত্য-সংস্কৃতির উন্নয়ন এবং প্রকাশ-বিকাশ।
পরিশেষে একটা কথা;
আসুন, আমরা বাঙালি জাতি হিসাবে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি।
ভালোবাসি আমাদের দেশ ও জাতিকে।
ধন্যবাদান্তে:
মো: মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান। ২১-০২-২০১৬ ইং রাত ১ টা ৫০ মিনিট।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম, ভ্রাতা।
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৮
আল মীযান বলেছেন: আসসালামু আলাইকুম।
উপরোক্ত দু'জনকেই অসংখ্য ধন্যবাদ।
অনেক রাত হওয়ার বিশেষ কিছু লিখতে পারলাম না।
তবে " আব্দুল্লাহ তুহিন" আপনার পোষ্টটা আমি ১ বার পড়েছি। পরে সময় নিয়ে আবারো পড়ার চেষ্টা করবো। এ মূহুর্তে শুধু এতটুক
বলতে চাই; আমার কাছে আপনার লেখা পোষ্ট অনেক ভালো লেগেছে।
অল্প কথায় সুন্দর করে গুছিয়ে একুশ এবং সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে অনেক তথ্য খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
দু'জনকেই আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই।-হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩০
আমি মিন্টু বলেছেন: দারুন ভালো হয়েছে । আশা করি আরো ভালো হবে ।