নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

২০১৬ একুশে ফেব্রুয়ারিতে হাকীম আল-মীযান এর একটা দেশাত্ববোধক গান:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৮

রচনা ও সুর: হাকীম আল-মীযান।

আমি আমার দেশকে নিয়ে লিখবো
একটি অমর কবিতা;
আমি আমার দেশকে নিয়ে আঁকবো
মনের মতো ছবিটা।

যে কবিতার মাঝে থাকবে-
বায়ান্নে শোষকের বিরুদ্ধে কথা বলা;
যে ছবিটার মাঝে থাকবে-
একাত্তরে মুক্তিযুদ্ধে রক্তিম পথ চলা।

যে কবিতার জন্য অপেক্ষা করেছি
দিন-রাত, মাস, কতো শত বছর;
যে ছবিটার জন্য অপেক্ষা করেছি
রণাঙ্গনে অস্ত্রহাতে কেটেছে প্রহর।

যে কবিতার জন্য হারিয়েছি-
শহীদ ভাই-বোন, বসত ভিটা-ঘর
যে ছবিটার জন্য হারিয়েছি-
মৃত্যুকে বরণ করে যারা হয়েছে অমর।

যে কবিতার মাঝে থাকবে-
চির সবুজের পাতায় রক্তিম বর্ণমালা;
যে ছবিটার মাঝে থাকবে-
প্রতিটা বাঙালীর গলায় বিজয়ের মালা।

কোরাস:
আমার সোনার বাংলা! আমি তোমায় ভালোবাসি,
কবিতা ও ছবিতে থাকতে চাই; তোমার পাশাপাশি,
হতে চাই মাটি ও মানুষের একান্ত কাছাকাছি,
তাইতো তোমার কাছে আমি বার বার ফিরে আসি!

* গানটি সুরসহ লিখেছি; ০৪-০২-২০১৬ইং। সম্পাদনা করেছি; আজ রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত।
* আজ রাত ১২ টার পর ইতি পূর্বে একটা ছড়া-কবিতা ও একটা গদ্য কবিতা পোষ্ট করেছি।
এ মাসে আরো কিছু লেখা-লেখি করলেও আজকে পোষ্টকৃত ৩টা লেখা নিয়েই আমি বেশি সময় দিয়েছি
এবং যথাসম্ভব: ভালো করে উপস্থাপন করার চেষ্টা করেছি বলে নিজের কাছে খুব আনন্দ লাগছে।


আজ গর্ব বোধ করছি;
ভাষা সৈনিকদের জন্য।
আজ গর্ব বোধ করছি;
মুক্তিযোদ্ধাদের জন্য।
আজ গর্ব বোধ করছি;
সোনার বাংলার অসংখ্য কবি,
সাহিত্যিক, বুদ্ধিজীবি ও
রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য।
যারা নিজের চেয়ে দেশ ও জাতিকে
ভালোবেসেছে সবচেয়ে বেশি
ভালোবেসেছে মাতৃভাষা বাংলাকে।

* লেখক,পাঠক, ব্লগার ও সামহোয়্যার ইন ব্লগে সংশ্লিষ্ট সবার কাছে দু'আ চেয়ে
আজকের মতো বিদায় নিচ্ছি। মো:মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান।
২১-০২-২০১৬। রাত ০২ টা ৩৫ মিনিট।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লাগা রেখে গেলুম,,,
চমৎকার লিখেছেন,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৩

আল মীযান বলেছেন: একুশ আমাদের অস্তিত্বের অহংকার, একুশ আমাদের গর্ব।
আব্দুল্লাহ তুহিন- আপনার লেখাটি ১ বার পড়েছি,
সময় পেলে আবারো পড়বো ইনশা-আল্লাহ।
আমাকে উৎসাহিত করার জন্য আনন্দিত হলাম।
হাকীম আল-মীযান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.