![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মধ্যে আমি যখন নিজের নফস্ দ্বারা প্রভাবিত হবার পর্যায়ে চলে আসি। তখন রূহ সাড়া দিয়ে বলে; এটা নফসানি। তখন আমি তা থেকে মস্তিষ্ক খাটিয়ে ফিরে আসি- রূহানী চেতনায়। নিজেকে বুঝ দেই; এতে তো নতুনত্বের কিছু নেই। সবই পুরাতন। এ দ্বারা প্রভাবিত হবার কিছু নেই।
বিগত বছরের শেষ দিকে এ বিষয়ে একটি আধুনিক যুক্তিমূলক ভাববাদী গানের প্রথম দু’লাইন মুখে মুখে সুরসহ রচনা করি। কিন্তু বিষয়টি একটু থিউরিক্যাল বলে তা সাথে সাথে শেষ করতে পারিনি। নিজেকে বলি আরো ভাবতে হবে। পরে সময় নিয়ে লেখা যাবে। অবস্থার প্রেক্ষাপটে একাই চলে আসবে। যদি বেঁচে থাকি ইনশা-আল্লাহ। বিবিধ কাজে ভাবনা থেকে দূরে সরে যায়- লাইন দু’টি। এ মাসের প্রথম সপ্তাহে আবার উক্ত লাইন দু’টো মনের অজ্ঞাতে ফিরে আসে । ফলে, গানটি শেষ করার প্রেরণা পাই। গত তিন দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে শেষ করতে সক্ষম হই নিম্নোক্ত গানটি।
নতুনত্বের কিছু নেই
সবই পুরাতন;
পৃথিবী এখনো রয়েছে
আগেরই মতোন।
এখনো সূর্য উঠে,
এখনো সূর্য ডুবে;
এরপর রাতে হয়
চাঁদের আগমন।
এখনো তাঁরারা হাসে
দূর ঐ আকাশ মাঝে;
এখনো মানুষ বাঁচে
হাসি-কান্নায় চিরন্তণ।
এখনো নফসে্ জাগে
মানুষের হৃদয় মাঝে;
রূহানী চেতনায় হয়
প্রশান্তির উন্মোচন।
* গানটির কথাগুলো কেমন হল জানিনা!
তবে ভবিষ্যতে আরো এডিট করার সম্ভবনা রয়ে গেছে।
আপতত; মিলালাম আর কি !
ধন্যবাদান্তে- হাকীম আল-মীযান।
১৪/০৪/২০১৬ইং।
০১/০১/১৪২৩ বাংলা।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
আল মীযান বলেছেন: ইং মানে ইংরেজি সাল। এটা তো আপনিও জানেন। তাহলে এ প্রশ্ন কেন?
মনের অজান্তে কোথাও কি ভুল করে ফেললাম।
জানালে কৃতার্থ হবো।
রেসপন্সের জন্য অনেক অনেক -ধন্যবাদ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: এখনো সূর্য উঠে,
এখনো সূর্য ডুবে;
এরপর রাতে হয়
চাঁদের আগমন।
হাকিম আল বিজলানীর কোবতের এইখানে আধুনিক যুক্তির কি আছে সেইটাই বুঝতেছি না। আমার চৌদ্দ গুষ্ঠির জন্মের আগের থিকাই তো সুর্য উঠে ডুবে রাইত যায় দিন আসে, চান্দু ব্যাটা রাইতেই উঠে, দিনে উঠলে তো চোখে দেখি না, আইজকা মঙ্গল বার হইলে কাইল বুধবার হইছে। কুনো দিন তো এর ব্যাত্যয় ঘটে নাই!
এইখানে কিসের যুক্তি কই গেলো ঠিক মাথায় ধরতেছে না
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
আল মীযান বলেছেন: লেখাটির প্রথম স্তবকের মাঝে- যুক্তি। দ্বিতীয় ও তৃতীয় স্তবকে- প্রমান। চতুর্থ স্তবকে- ফিনিসিং। উদাসী স্বপ্নকে বলছি; সব মিলিয়ে- একটি আধুনিক যুক্তিমূলক ভাববাদী গান আর কি! একটা কথা না বলে পারলাম না; মন্তব্যের ক্ষেত্রে কারো নাম যথাযথ ভাবে লেখাই বোধ হয় বুদ্ধিমান ব্লগারের কাজ। মনে কষ্ট নিবেন না। ভালো থাকুন। দু'আ রাখবেন। ধন্যবাদান্তে: হাকীম আল-মীযান।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮
গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ হেঃ ইং মানে ইংরেজি সাল! আচ্ছা ইংরেজি সাল ব্যাপারটা কোথায় আছে? আমি তো জানি না!!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
আল মীযান বলেছেন: প্রথমে Google Translate এ যান। এরপর গেম চেঞ্জার করে; হাকীম আল-মীযানের একটি আধুনিক যুক্তিমূলক ভাববাদী গান এর বিষয়বস্তু নিয়ে কিছু মন্তব্য করেন। হয়তো আরো আনন্দ পাবো। কিছু মনে করবেন না। ধন্যবাদ আবারো। ভালো থাকুন।
ধন্যবাদান্তে: হাকীম আল-মীযান।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
গেম চেঞ্জার বলেছেন: না না না কিসসু মুনে করিনাইক্কা। তো গুগুলু টিরান্সলেট তো একটা কোম্পানি। যৌক্তিক কোন রেফারেন্স আছে? (ইং সাল নিয়া)
৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭
পাজল্ড ডক বলেছেন: আমার সন্দেহ হইতেছে আপ্নে মহাপুরুষ জাতিয় কেউ! আপ্নে কে হুজুর?
৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩২
সিদ্ধার্থ. বলেছেন: হে কবি করি তোমারই স্তুতি ।
অপুরূপ ভাষ্য তেমনি যুক্তি ।
লেখনীর টানে উন্মক্ত করেছেন জীবনের এক চরম ভাষ্য ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
আইএমওয়াচিং বলেছেন: কবিতার আদিভৌতিক রস আস্বাদন করিয়া আমার চোখ ঢুলুঢুলু করিতেছে ।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
আইএমওয়াচিং বলেছেন: কবিতার আদিভৌতিক রস আস্বাদন করিয়া আমার চোখ ঢুলুঢুলু করিতেছে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: ১৪/০৪/২০১৬ইং।
ইং কি জিনিস ভাই??