![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি স্বীকৃতি
একদিন কবিতার খাতা
ছুঁড়ে ফেলে দিয়েছিলো,
আমার ভুল ভালোবাসায়।
মনে করিনি কিছু
হটিনি পিছু
প্রয়োজনে লিখেছি
বাদ দিয়েছি
আবার লিখেছি; শাব্দিক সংলাপ।
চল্লিশের পর একদিন হঠাৎ
মনে হলো; আরেকজনের কথা
যে জানিয়েছিলো আমায়
প্রথম অভিবাদন!
বলেছিলো; কি কবি! কি খবর?
লাজুক মনে বলেছিলাম; ভালো।
কবিতার করিডোরে চলতে গিয়ে
কবি স্বীকৃতি পেয়েছি অনেক
স্কুলে, কলেজে, সাহিত্য সংকলনে,
বিভিন্ন পত্র-পত্রিকায়,
কবিদের লেখায়,
সময় ঢেকে গেছে
পুরোনো কাগজের এলার্জিময় গন্ধে।
অনেক সময় অনেক ক্ষেত্রে
মানুষ যা চায়, তা পায় না;
যা না চায়, তা এসে ধরা দেয়
অপ্রত্যাশিত ভাবে
যাকে বলা যায়; ভাগ্য।
ভাগ্যের নির্মম পরিহাস
সে আরেক বিশাল ইতিহাস
কবিতার রাণীর আবেগী প্রস্থান
আমাকে করেছে হৃদয়াহত।
বলার কিছু ছিলো না
করার কিছু ছিলো না;
আফসোস করেছি শুধু
জীবনের প্রথম কবি স্বীকৃতি
সেই দিয়েছিলো
বুঝতে পারিনি
সেদিনকার কথা
আজো আমাকে ভাবায়।
লেখার তারিখ: ২১/০৬/২০১৩।
©somewhere in net ltd.