নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

নশ্বর থেকে অবিনশ্বর

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

হাকীম আল-মীযান

ইহকালে; রক্ত মাংস সম্মিলিত দেহে
আত্মার বসবাসে জীবন্ত মানুষ
আশরাফুল মাখলুকাত;
অহং হলেও মাটির পৃথিবীতে
অবিনশ্বর নয় বরং মরণশীল।

মরণের আগ পর্যন্ত বাতাস,পানি
দু’ মুঠো ডাল-ভাত এবং
প্রাকৃতিক কার্যাদী সম্পাদন
মানুষের দৈনন্দিন জীবনে
রুটিন মাফিক প্রয়োজন।

এছাড়াও লাগে ঘুমাবার ঘর,
ঘর সাজাতে লাগে খাট,
খাটে জাজিম, বিছানায় চাদর
এবং মাথার নিচে বালিশ
প্রশান্তির ঘুমে স্বপ্নিল সময়!

টাইম ইজ ওল্ড জিপসী ম্যান
রোগে শোকে ক্রমেই জরাজীর্ণ
ভাগ্যে থাকলে জাগা হয়-
সাড়ে তিন হতে মাটির ঘরে
অনেকের আবার তাও হয় না।

এতক্ষণ বিভোর ছিলাম
স্বপ্নের পরীক্ষাগার; দুনিয়ায়।
পরকালের ইতিহাসটা
একটু ভিন্ন; বাস্তবতায় হয়-
ফিরিশতাদের সওয়াল-জবাব।

তোমার রব কে? তোমার নবী কে?
তোমার দ্বীন কি? ইত্যাদি প্রশ্নের
টু দ্যা পয়েন্ট ভিত্তিক উত্তর-
মানুষকে করতে পারে
নশ্বর থেকে অবিনশ্বর।

লেখার তারিখ: ০৭/০৬/২০১৩ইং ।
সম্পাদনা: ৩০/০৪/২০১৬ ইং।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

মুসাফির নামা বলেছেন: চমৎকার।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫

আল মীযান বলেছেন: মুসাফির নামা বলেছেন: চমৎকার।
ধন্যবাদ। খুশি হলাম-
হাকীম আল-মীযান।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.