![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান।
নবী নবী; বিশ্বনবী
আমার প্রাণের পেয়ারা নবী,
রহমাতুল্লিল আলামীন তুমি
সর্বযুগের শ্রেষ্ঠ নবী ।
হেরার মাঝে পেয়েছি তোমায়
ওহুদের ময়দানে পেয়েছি তোমায়,
পেয়েছি তোমায় ঘরে-বাইরে
উম্মত আমরা মুহাম্মদী।
মরুর বুকে আঁধার ছিলো
দেখালে তুমি নূরের আলো,
আল্লাহ যে এক বুঝালে তুমি
করলে প্রচার; তাওহীদের বাণী।
সেই; নবীর প্রতি দরুদ পড়ো
ধরো; তাঁ'র সুন্নত ধরো,
শাফায়েত পাবে নবীর* তুমি
আল্লাহ হবেন- রাজী খুশি।
*(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
রচনাকাল: ০৯/১০/২০০৬ইং
কিছু কথা:
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
এ গজলটি লিখতে পারায়;
আমি নিজের অন্তরে অনেক প্রশান্তি বোধ করি- আলহামদুলিল্লাহ।
আর আফসোস করি; পরিপূর্ণ ভাবে নবী স.এর সুন্নত মাফিক চলার ব্যর্থতায়।
তবু হাশরের ময়দানে: মহান আল্লাহকে অন্তত: এতটুক বলতে পারবো-
হে আল্লাহ; আমি তোমার নবী স. এর প্রতি
তোমার দেয়া সাধ্যানুযায়ী
একটা "রূহানী গজল" লিখে হলেও
তা আমার মাতৃভাষায় দেশ ও জাতির সামনে
তুলে ধরে প্রচার করার চেষ্টা করেছি।
হে আল্লাহ! আমাকে দয়া করে মাফ করে দিন-আমীন।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
০৭/০৫/২০১৬ইং।
২| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬
মো: ইমরান আল হাদী বলেছেন: আপনাকে শুভেচ্ছা, ভাল থাকবেন।
৩| ০৯ ই মে, ২০১৬ রাত ১:৫৮
আল মীযান বলেছেন: আসসালামু আলাইকুম।
উভয়কে ধন্যবাদ।
- জাযাকাল্লাহ খাইরান।
মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ সকাল ১০:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বালাগাল উলা বেকামালিহী
কাশাফাদ্দোজা বেজামালিহী
হাসুনাত জামিও খেসালিহী
সাল্লু আলাইহি ওয়া আলিহী..........