নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

রূহানী গজল-(১৮)

১২ ই মে, ২০১৬ রাত ১২:২৯

হাকীম আল-মীযান।


হে, আল্লাহ! আপনি কি আমায়-
মাফ করিবেন?
নাকি গুণাহর বোঝা কাঁধে করে
উত্থিত করিবেন ?

বৃথা কতো সময় দিলাম,
দুনিয়াদারীর পিছে;
ভেবে দেখি; ধোকায় ছিলাম,
সবই ছিলো মিছে।
হে, আল্লাহ! আপনি কি আমায়-
মাফ করিবেন?

আপনি হলেন; দয়ার সাগর
আর আমি গুনাহগার,
ইবাদতের হক আদায়-
পূর্ণ হলো না আমার।
হে, আল্লাহ! আপনি কি আমায়-
মাফ করিবেন?

তওবা করি আপনার কাছে
আপনি মালিক তাই,
বার বার ভুল করেও
আপনার কাছেই চাই।
হে, আল্লাহ! আপনি কি আমায়-
মাফ করিবেন?

রচনাকাল: ০৭/০৯/২০১৩ ইং।

সামহোয়্যারে:১২/০৫/২০১৬ইং।

* আমরা মানুষ। মহান আল্লাহপাকের শ্রেষ্ঠ সৃষ্টি।
তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন-
প্রথমত: পরীক্ষার জন্য অর্থাৎ আশরাফুল মাখলুকাতের বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক ও হৃদয় দিয়ে আমরা তাঁকে মানি কিনা?
দ্বিতীয়ত: দুনিয়াতে তিনি আমাদের শান্তিময় সোজাপথে চলার নির্দেশ দিয়েছেন; ইবাদতের মাধ্যমে। আমরা তা করি কিনা?
তৃতীয়ত: মানুষ ফিরিশতা নয় আবার শয়তানও নয়। ভুল করা মানুষের স্বভাবগত সিফাত। কিন্তু তওবা করি কিনা?
মহান আল্লাহপাক তাঁর আল-কুরআনে এবং নবী সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তাঁর হাদীসের বাণীসমূহতে
আমাদের জন্য এ'সব তথ্য জানিয়ে দিয়েছেন।
মহান আল্লাহপাক আমাদের আমল করার তৌফিক দান করুক-আমীন।


ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ রাত ২:৫১

পাউডার বলেছেন: কিপিটাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.