![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান।
মাওলা!
তোমায় ভালোবাসতে চাই।
তোমায় ভালোবাসতে চাই।
তোমায় ভালোবাসা ছাড়া
আমার উপায় নাই।
ভাই-বোন, আত্মীয়-স্বজন
যদিও হয় সবাই আপন,
স্বার্থে আঘাত লাগলে পরে
সবারে হারাই।
সবাই পর হলেও পরে
তুমিই আপন সবার তরে,
তোমায় ছাড়া দু'জগতে
আপন থাকলেও নাই।
রচনাকাল: ২৬/০৭/২০১৪ইং
সামহোয়্যারে: ১২/০৫/২০১৬ইং।
*আমার চিন্তাধারায়: প্রেম তিন প্রকার।
এক; স্রষ্টা প্রেম।
দুই; সৃষ্টি প্রেম।
তিন; বস্তু প্রেম ।
উক্ত তিন প্রকার প্রেম হতে হবে; স্রষ্টার নিয়ম অনুযায়ী।
নতুবা গোল বেঁধে যাবার সম্ভাবনা থেকে যায়।
বস্তু ও সৃষ্টি প্রেম হতে হবে স্রষ্টার সন্তষ্টি অর্জনের জন্যই।
ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫
দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++