নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

রূহানী গজল-(২১)

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৫

হাকীম আল-মীযান।


মাওলা!
তুমি আমায় ভালোবাসো;
আমি পারি না!
তোমায় ভালোবাসার শক্তি
আমি রাখি না।

তুমি আমায় বাঁচিয়ে রেখেছো
আমি বাঁচি না।
তুমি আমায় পথ দেখাচ্ছো;
আমি দেখি না।
তোমায় রহম ছাড়া আমি
চলতে পারি না।

কুরআন দিছো, হাদীস দিছো,
ধরেও ধরি না!
ইবাদতের হক আদায়-
করতে পারি না
হেলার মাঝে বেলা কাটে
বুঝেও বুঝি না।

রচনাকাল: ০৪/০৮/২০১৪ইং।

সামহোয়্যারে: ১৩/০৫/২০১৬ই।

সংশ্লিষ্ট কিছু কথা;

* উক্ত গজলটিতে আমি বুঝাতে চেয়েছি;
মহান আল্লাহপাক আমাদের অনেক রহমত দিয়ে লালন-পালন করছেন।
কিন্তু আমরা তাঁর যথাযথ হক আদায় ও কৃতজ্ঞতা জানাতে প্রায়শই ব্যর্থ হই।
মানুষ হিসাবে আমরা একদিকে যেমন আশরাফুল মাখলুকাত;
অন্যদিকে ইবাদতের হক আদায়ের ক্ষেত্রে অনেক দুর্বলও বটে।

* সুতরাং দুনিয়ার এ জীবনে
মহান আল্লাহপাকের সন্তষ্টি অর্জনের লক্ষ্যে-
প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমৃত্যু।
নিয়ত ভালো করে; মহান আল্লাহপাকের হুকুম
এবং মহানবী স. এর সুন্নত তরিকা মাফিক চললে,
দু'জাহানে সাফল্যের আশা করা যায় ইনশা-আল্লাহ।

ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৩ ই মে, ২০১৬ রাত ১১:২৪

আল মীযান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
মহান আল্লাহপাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন-আমীন।
হাকীম আল-মীযান।

২| ১৫ ই মে, ২০১৬ রাত ১:২৬

kajolrainু বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আল মীযান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
- জাযাকাল্লাহু খাইরান।
দু'য়ার দরখাস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.