নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

রূহানী গজল-(২২)

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪০

হাকীম আল-মীযান।


আল্লাহ তোমায়-
ডাকতে জানি না;
ডাকার মতো ডাকলে তুমি
কেনো শুনবে না?

চাঁদ-সুরুজ, গ্রহ-তারা,
সেজদারত রয়েছে যারা;
তোমার প্রেমে আত্মহারা
ভাবতে পারি না!

ফাজকুরুনী আজকুরুকুম-
কুরআনপাকে তোমার হুকুম;
তোমার স্বরণ ছাড়া কেহ
মুক্তি পাবে না।

হক পথে বলেছো; চলতে
সোজা-পথে জীবন গড়তে;
নিয়ত গুণে সফলতা-
এক বিশাল সাধনা।

রচনাকাল: ২১/০৮/২০১৪ইং।
সামহোয়্যারে: ১৫/০৫/২০১৬ইং।

১। সুরা বাকারায় আল্লাহতায়ালা বলেছেন, "ফাজকুরুনী আজকুরুকুম"।
তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব।
২। মহান আল্লাহপাকের হুকুম ছাড়া কিছুই সম্ভব না।
আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে তিনি প্রয়োজনীয় কিছু স্বাধীনতাও দিয়েছেন।
এ স্বাধীনতার ক্ষেত্রটিতেই রয়েছে; আমাদের মানব জীবনে পরীক্ষা নামক কঠিন বাস্তবতা।
এ বাস্তবতায় রয়েছে প্রতিটি মানুষের বিবেকের- দায়বদ্ধতা।
এ দায়বদ্ধতাই আমাদের প্রত্যেকের জীবনের জন্য-এক বিশাল সাধনা।
৩। এ বিশাল সাধনায় কৃতকার্য হতে:
ক) সর্বাবস্থায় আল্লাহর স্বরণ তথা হুকুম মান্য করা,
খ) নবী স.এর তরীকা অনুযায়ী চলা,
গ) উভয়টিই হতে হবে; সহীহ নিয়্যাত ভিত্তিক।
বোখারী শরীফের প্রথম হাদীস-“ইন্নামাল আমালু বিন নিয়্যাত"
অর্থাৎ "সকল কাজের ফলাফল তার নিয়্যাতের উপর নির্ভরশীল”।

ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:২৬

শেয়াল বলেছেন: কু-কুরুকু কুউ কু :D

১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৯

আল মীযান বলেছেন: শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে; যা কিছু আছে নভোমন্ডলে,
যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি,
পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ।
আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি।
আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন,
তাকে কেউ সম্মান দিতে পারে না।
আল্লাহ যা ইচ্ছা তাই করেন।
সূরা হাজ্জ্ব। আয়াত:১৮।

২| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২১

শেয়াল বলেছেন: :D :-P

৩| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:০৭

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: গজল চমৎকার হয়েছে । আমাদের সকলের উচিৎ সবসময় ভাল কাজের নিয়্যাত করা।

১৬ ই মে, ২০১৬ সকাল ৯:১৩

আল মীযান বলেছেন: আলহামদুলিল্লাহ।
"আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: গজল চমৎকার হয়েছে । আমাদের সকলের উচিৎ সবসময় ভাল কাজের নিয়্যাত করা।"
----অনেক অনেক খুশি হলাম- আপনার উপরোক্ত মন্তব্যে।
মহান আল্লাহপাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন।-আমীন।
দু'য়ার দরখাস্ত।
হাকীম আল-মীযান।

৪| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:৪৬

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: দোয়া করি আল্লাহ তা আলা আপনাকে যেন আপনাকে আরও বেশি বুঝ দান করেন। ও তা সকলের মাঝে ছরিয়ে দেয়ার তাওফিক দান করেন।
আমিন,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.