![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান।
ফুলের চেয়েও সুন্দর তোমার পৃথিবী
আমাকে বিমোহিত করে তুলে
বিমূর্ত চেতনায়।
বিমূর্ত চেতনার মাঝে
তোমার পৃথিবীতে আমি এক
দুরন্ত যাযাবর ।
কত পথ -ঘাট প্রান্তর পার হয়ে
এসে আজ;
নিজের কাছে নিজের প্রশ্ন জাগে হঠাৎ
তোমার পৃথিবীতে আমি
এ কিসের-
অস্তিত্ব খুঁজে ফিরি?
যাতে আমি বিমোহিত হই
বিমূর্ত চেতনায়।
প্রকাশকালঃ
১৯৯০ থেকে ৯৫ইং এর মাঝে
কোন এক কবিতা সংকলনে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ রাত ২:২৪
গেম চেঞ্জার বলেছেন: বিমূর্ত চেতনায় আপনি বিমোহিত হন, ঠিক আছে?