নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মীযান

আল মীযান › বিস্তারিত পোস্টঃ

২৫ মার্চ এক ভয়াল কাল রাত

২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৪

আজ সেই ভয়াল কাল রাত। যে দিন পাক বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালির উপর অতর্কিতে ঝাপিয়ে পড়েছিলো। তারা চেয়েছিলো জোর করে আমাদের স্বাধীনতাকে কব্জা করে রাখতে। তারা ভেবেছিলো নির্বিচারে মানুষ মারলে বোধ হয় বাঙালিরা থেমে যাবে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি বসে থাকেনি। যার যা ছিলো তাই নিয়ে ঝাপিয়ে পড়েছিলো প্রতিরোধ গড়তে।

বাংলার স্বাধীনতার মূলে যেমন রয়েছে; বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তেমন ছিলো মুজিব নগর সরকারের সুদক্ষ পরিচালনা।মুজিব নগর সরকার এর অধীনে বাঙলার সামরিক-বেসামরিক মানুষ স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। পরবর্তীতে যোগ হয় মিত্র বাহিনী। মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। ফলে, পাক বাহিনী বাধ্য হয় আত্মসমর্পন করতে- ।

দীর্ঘ নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অগণিত মা বোনের ইজ্জতের বিনিময়ে অবশেষে পাই; একটি স্বাধীন দেশ । যার নাম বাংলাদেশ। স্বাধীনতার এ মাসে জানাই; উক্ত সবার প্রতি আন্তরিত শ্রদ্ধা। যাদের জন্য স্বদেশ পেলাম। আজ আমরা বলতে পারি,আমরা পরাধীন নই। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.