নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারায়ে তাকবির আল্লাহু আকবার

নূর আল আমিন

একজন অতিসাধারণ মানুষ

নূর আল আমিন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা কারে কয়??

০৯ ই মে, ২০১৫ রাত ১:১৫

-এ্যাই,এ্যাই, দ্যাখেন,
কত্ত সুন্দর বাত্তি
জ্বলতাছে, পাহাড়ে
লইয়া যাইবেন
আমারে,??
"-হুম শিরীন তোমারে
না লইয়া গেলে কারে
লইয়া যামু? আমার
দশটা না, বিশটা না,
একটা মাত্র বৌ
- -আইজ কিন্তু
বাড়িতে যামুনা, সারা
রাইত নৌকা ভ্রমণেই
কাটাইয়া দিমু,
-শিরীন এইডা কি
কও? বাড়ির সবাই
চিন্তা করবো তো,
"সব ব্যাস্ততা ঝেড়ে
ফেলে বোনের কথা,
আর স্ত্রীর আবদার
রাখতেই হলো। অবশ্য
কথা আবদার রাখাতে
ভালোই হয়েছে।
বিয়ে না করলে হয়তো
প্রেম কাকে বলে
বোঝতাম না। সন্ধ্যার
পর। নদীর নির্মল
হাওয়ায়। পাল তোলা
নৌকায়।, নিজ স্ত্রীর
সাথে প্রেম করার
মজাই আলাদা,
আজ দু মাস যাবত
বোন-কে কথা
দিচ্ছিলাম তোর
বাসায় আসবো,
আসবো, শিরীনও
অনেক চাপাচাপি
করতেছিলো, তাই
আজ সকালেই চলে
গিয়েছিলাম
"বোন-তো আসতেই
দিতে চাচ্ছিলোনা।
শেষে নয়-ছয় বুঝিয়ে
সন্ধ্যার পর বিদায়
নিলাম। নদী থেকে
একটু দূরে বোনের
বাড়ি। দক্ষিণে
মেঘালয় পাহাড়
"অনেকক্ষণ
অর্ধাঙ্গীনির সাথে
অর্ধ চঁন্দ্রের আলোয়
নদীতে নৌকা ভ্রমণ
আর প্রেম করে দু জনে
বাসায় ফিরলাম।।
ফেরার পথে একটা
কবর দেখে লুকিয়ে দু
ফোটা পানি ঝড়ালাম,,,
"হ্যা কবর-টা আমার
কলেজ লাইফের বন্ধু
ফয়সালের। অবৈধ
প্রেমের যাতনা। আর
সমাজের ঘৃনা সইতে না
পেরে আত্বহত্যা
করেছিলো।।
কতবার বলেছিলাম
এসব- প্রেম-ট্রেম না
করে বাড়িতে বলে
বিয়ে করে ফেল।তার
পর স্ত্রীর সাথে
ইচ্ছামতো হালাল
ভাবে প্রেম করিস।
সেই প্রমে সওয়াবও
হবে।।
"ইতিমধ্যেই শিরীন
বোঝে ফেলেছে। কেনো
কাঁদছি। শিরীন শুধু
একটা কথাই বললো।।
"কেঁদে আর কি
করবেন?? কম তো
বোঝাননি? মনে
রাখবেন। যে যেমন
কর্ম করে। সে তার
কর্মের ফল তেমন
পায়!।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ রাত ১:২৬

কালের সময় বলেছেন: ভালো লাগলো । সব থেকে শেষের লাইন গুলো বেশি ভালো লেগেছে মনে
রাখবেন। যে যেমন
কর্ম করে। সে তার
কর্মের ফল তেমন
পায়!।।

২| ০৯ ই মে, ২০১৫ রাত ১:২৭

নূর আল আমিন বলেছেন: ধন্যবাদ ভাইয়ূ

৩| ০৯ ই মে, ২০১৫ রাত ১:২৯

নূর আল আমিন বলেছেন:

৪| ০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৫০

রিজভী আহমদ খান বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.