নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারায়ে তাকবির আল্লাহু আকবার

নূর আল আমিন

একজন অতিসাধারণ মানুষ

নূর আল আমিন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ কোনো অপরাধ নয় (!) ধর্ষিত হওয়াই অপরাধ

২৫ শে মে, ২০১৫ সকাল ৮:৪৬

--ধর্ষণ প্লেস-টা তো
গুলশান থানার আওতায়
পড়েনা। উত্তরা থানায়
যান
--গুলশান থানা ভুল
ইনফোঃ দিয়েছে
আসলে ধর্ষণ প্লেস-টা
আমাদের (উত্তরা)
থানার আওতায়ও
পড়েনা।ভাটারা থানায়
যান।
--ইয়ে মানে আমাদের
(ভাটারা) ওসি সাহেব
উনার শালার। শশুরের।
বোন জামাইয়ের
মেয়ের। দোস্তের
শালীর বিয়ে-তে গেছে।
ওসি সাহেব যেহেতু
নাই তাই আমরা
মামলা… ।
:গত পরশু রাজধানীতে
যে উপজাতী মেয়ে-টি
ধর্ষণের শিকার
হয়েছিলো। ধর্ষণ করে
মেয়েটি-কে। জসিম
উদ্দিন রোডে ফেলে
রেখে গিয়েছিলো নর,
পশুরা, (ধর্ষকরা)
একে একে পার্শবর্তী
তিন থানাতে। মেয়েটি
মামলা করতে
গিয়েছিলো। কিন্তু
ধর্ষণ প্লেস-টা কোন
থানা?
এই তিন-টা থানার
ত্যানা প্যাচানীতে।
মেয়েটা আর মামলা
করতে পারেনি!!
-আজ কপালে বড় টিপ
ওয়ালী দিদিরা
কোথায়? ভারতের
ধর্ষণের প্রতিবাদে
যাদের। মুখের ফেনা বুক
বেয়ে। পশ্চাদ দেশ
দিয়ে প্রবাহিত
হয়েছিলো???
আজ তারা চুপ কেন???
ওহ ....ইয়ে.... ভুলেই তো
গিয়েছিলাম দিদিরা যে
আবার মানবতাবাধী!!
হাইকোর্টের মতে।
ধর্ষণের শাস্তি
মৃত্যুদণ্ডে যে চরম
মানবাধিকার
বহির্ভুত।।
-যে দেশে ধর্ষণের
সেঞ্চুরীর পর মিষ্টি
বিতরণ করে উল্লাস
করা হয়। সে দেশে
ধর্ষণ করা মহৎকাজ
(!)
এ দেশে ধর্ষিত হওয়াই
সবচেয়ে বড় অপরাধ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ সকাল ১০:৩৭

কালপুরুষ-৭১ বলেছেন: "কপালে বড় টিপ ওয়ালী দিদির এখন কই" তা না জিজ্ঞেস করে আপনি এখন কই সেইটা বলেন। গত ১০ তারিখে নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো যখন তারা লাঞ্ছিত হোল, তখন আপনি কথায় ছিলেন? তারা বরাবরের মত প্রতিবাদ করেই যায়। আর আপনার মতো লোকেরা বরাবরের মতই তাদের গালা-গাল দিয়ে থাকেন, মায়ের আচলের তলে বসে আর মুখে ফিডার নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.