নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারায়ে তাকবির আল্লাহু আকবার

নূর আল আমিন

একজন অতিসাধারণ মানুষ

নূর আল আমিন › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া তুই পাকিস্তানে ফিরে যা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

১।"বেগম খালেদা
জিয়ার স্বামী মেজর
জিয়াউর রহমান!!
.
১ম।-বাংলাদেশ সেনা
বাহিনীর একজন
লেফট্যানেন্ট
জেনারেল!
২য়।- একজন বীর
উত্তম
৩য়।- বাংলাদেশের
সপ্তম এবং সফল
রাষ্ট্ৰপতি (মাটি ও
মানুষের নেতা)
৪ র্থ।-স্বাধীনতার
ঘোষক, একজন বীর
মুক্তিযুদ্ধা (ছিলো) !!
.
২-। বেগম খালেদা
জিয়ার ছোটভাই সাঈদ
ইস্কান্দার!
.
১ম।-বাংলাদেশের
একজন নিয়মিত
ট্যাক্স পরিশোধ করা
গাৰ্মেন্টস
স্যাটেলাইট টিভি
চ্যানেল ইসলামিক
টিভির চেয়ারম্যান,,
শীৰ্ষ ব্যাবসায়ী!
২য়। ফেনীর মানুষের
ভোটে নিৰ্বাচিত
হওয়া বাংলাদেশ
সংসদের একজন
সদস্য!!
৩য়।- একজন বীর
মুক্তিযুদ্ধা!! (ছিলেন)
.
"বেগম খালেদা জিয়ার
দুই সন্তান, তারেক
রহমান, ও আরাফাত
রহমান!!
.
১। তারেক রহমান-
বস্ত্ৰশীল্প নৌ
যোগাযোগ বিনিয়োগ
করা সফল ব্যাবসায়ী!!
২। আরাফাত রহমান-
ব্যাবসায়ী ও
বাংলাদেশ ক্ৰিকেট
বোৰ্ডের কাৰ্যকরী
সদস্য (ছিলো)!!
.
"সপ্তম রাষ্ট্ৰপতি,
বীর উত্তম, মেজর
জিয়াউর রহমানের
স্ত্ৰী জনাবা বেগম
খালেদা জিয়া
বাংলাদেশের মানুষের
ভোটে জয়ী হওয়া
তিনবারের
প্ৰধানমন্ত্ৰী!!//
.
"এই হচ্ছে বাংলাদেশে
জিয়া পরিবারের
অবধান!!
.
বাঈ দ্যা ওয়েঃ ১৯৭০
সনে কে পাকিস্তানের
প্ৰধানমন্ত্ৰী হতে
চেয়েছিলো?
.
কার পিতা ১৯৭১-সালে
পাকিস্তানে ছিলো?
কার মামা ব্যাংক
ডাকাতের জনক?
.
"তুই পাকিস্তান ফিরে
যা খালেদা জিয়া! যে
একথা বলছে আচ্ছা
তার নানার বংশে
কয়জন মুক্তিযুদ্ধা!?
"কার লুচু ভাই মেজর
ডালিমের স্ত্ৰীর
ইজ্জত লোট করতে
চেয়েছিলো?? এসব
অবধানের প্ৰশ্ন করা
যাবেনা/
.
আসলে নেপোলিয়ন
ঠিকই বলেছিলো।
তোমরা আমাকে একটা
শিক্ষিত মা দাও,
তোমাদের শিক্ষিত
জাতি উপহার দেবো!!
.
"কাড়ি কাড়ি ডিগ্ৰী
থাকলেই শিক্ষিত
বলেনা, রক্তে ভদ্ৰতা
না থাকলে কারো ভেতরে জোর করে ভদ্ৰতা
ঢোকানো যায়না,
Example: কবি
কাজী নজরুল ইসলাম
without জয়,

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

কল্লোল পথিক বলেছেন: যেমন মা তেমন ছেলে
শেখ হাসিনার মুখের ভাষা যেমন তার ছেলের ও তেমন হবে.এতে অবাক হওয়ার কিছুই নাই!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

নূর আল আমিন বলেছেন: ভাই, গাঁও গেরামে একটা কথা আছে, গাই গুণে বাছুর// ধন্যবাদ সহমতের জন্য

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

কর্পোরেট পাপী বলেছেন: ভাইজান বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান কিন্তু ৭০ এ নির্বাচনের দাবিতে তার অনুসারি ছাত্রদের নিয়ে চট্টগ্রাম প্রায় অচল করে দিয়েছিলো। ইতিহাস ভালো করে জেনে ইতিহাস নিয়ে কিথা বলিয়েন। আমি একজন কট্টল Bal বিরোধী। আবার কট্টর বাংলাদেশপন্থীও। যে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করবে সে যে হোক না কেন তাকে আনি অবশ্যই ফাকিস্তানে চলে যেতে বলবো। আর গিয়া পরিবারের আরো কিছু ইতিহাস জেনে নিন।
১। রাজাকার শিরোমনি গোয়া কে ফাকিস্তান থেকে বাংলাদেশে এনেছিলো মেগর গিয়া।
২। স্বঘোষিত রাজাকার শর্ষীনার পীরের হাতে স্বাধীনতা পদক তুলে দিয়েছিলো মেগর গিয়া।
৩। এম.এ আজিজ স্টেডিয়ামে ঢুকিয়ে সাংবাদিকদের মারা অনুমতি দিয়েছিলো কোকো।
৪। চট্টগ্রামের দৈনিক আজাদীর সাংবাদিক ইসমাইল আজাদকে হত্যা করেছিল কোকো।
৫। সমাজতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশকে পুজিবাদী দেশ বানানোর অপচেষ্টা করেছিল মেগর গিয়া।।



আর খাম্বা তারেকের কথা নাই বললাম। নাম থেকেই বুঝে নেন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

কর্পোরেট পাপী বলেছেন: আরেকটা কথা শেখ মুজিবকে ফাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিলো। আর বেগুন জিয়া তারেকের নামে গিয়ার কাছে চিঠি লিখেছিলো যুদ্ধ থেকে বের হয়ে ফাকিস্তান চলে যাওয়ার জন্য। সো বুইঝা লন। চোখ বন্ধ কইরা কথা না কইয়া চোখ খুইলা কথা কন

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

গেদু চাচা বলেছেন: কর্পোরেট এক পাপীর মুখের থেকে দূর্গন্ধ বের হচ্ছে। যে গ আর জ পার্থক্য জানেনা সে কি বাল জানে?

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

রানার ব্লগ বলেছেন: নূর আল আমিন @ আপনি খালেদা আপার যোগ্য প্রতিনিধি, আপনার বানান বোধ এবং জ্ঞান গম্বি দেখেই বুঝতে পারছি।

জয় ভদ্রমহিলাকে তুই বলছে এতে এত্ত লাগলো যখন ভদ্রমহিলা বাংলাদেশের আপামর জনসাধারণ কে ভয়ঙ্কর ভাবে অপমান অপদস্ত করে তখন আপনার নীতি বোধ গুলা কোই যে যায়, সেটাই আমি খুজতেছি।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

কর্পোরেট পাপী বলেছেন: গেদু চাচা আপনি কতটুকু বাল জানেন তা Bal এর আবাল সাপোর্টার রাও বুঝবে। আপনার মতো ফাকি পন্থি ছাড়া অন্যান্য বাঙালীকে জিজ্ঞাসা করিয়েন তারা জিয়া কে কি বলে ডাকে। এরপরে আপনার, আপনার প্রান প্রিয় গিয়া আর বেগুনের বাল ফালাইয়েন।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

পথিকের পাঁচালী বলেছেন: বাহ , জিয়া পরিবারের এত গুন আগে তো জানতাম না। এমাজ উদ্দিন ফেল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.