![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবার মাত্র ১০দিন আগে গত ১৭/০৪/২০১৬ তারিখে আগারগাওয়ে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন জমা দিয়ে এসেছি। তাদের কাছ থেকে প্রাপ্ত স্লিপ এ লেখা ছিল পাসপোর্ট পাবার সম্ভাব্য তারিখ ০৮/০৫/২০১৬। আমি প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুক্ষন পরপর অনলাইনে কারেন্ট স্ট্যাটাস চেক করছি , সেখানে গত ১৯/০৪/২০১৬ তারিখ থেকে দেখছি "PENDING FOR DEPUTY DIRECTOR APPROVAL"।
প্রিয় ব্লগার ও পাঠক ভাই বোনেরা কেউ কি বলতে পারেন ডেপুটি ডিরেক্টর সাহেবের অনুমোদনের জন্য এতদিন ধরে ঝুলে থাকা কি স্বাভাবিক? যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই কিণ্তু এমনটি যদি শুধু আমার ক্ষেত্রে ই হয়ে থাকে তাহলে বুঝবো আমার আবেদন পত্রে কোন ঝামেলা আছে । ওয়েব সাইটে দেয়া নম্বরে ফোন করলে কেউ তা রিসিভ করেনা, ইমেল করেছি তারও কোন উত্তর পাইনি। নিজে গিয়ে খোজ নেব সেটাও পারছি না অফিস থেকে ছুটি না মেলার কারনে। তবে একান্তই যদি প্রয়োজন হয় তাহলে তো ছুটি নিয়ে যেতেই হবে।
দয়া করে কেউ কি জানাবেন আপনাদের কারো এমন অভিজ্ঞতা হয়েছে কিনা। এখন করনীয় কি? আমার খুব জরুরী প্রয়োজনে দেশের বাইরে যাওয়া দরকার।
০৩ রা মে, ২০১৬ সকাল ৯:১৮
অরন্যে রোদন - ২ বলেছেন: শামীম ভাই ধন্যবাদ।
২| ০২ রা মে, ২০১৬ রাত ৮:১৬
ভোরের সূর্য বলেছেন: ভাই আমিতো বিড়ম্বনার কিছু দেখছিনা। আপনাকে ২১দিনের তারিখ দেয়া হয়েছে(কারণ আপনি ৩৪৫০টাকা জমা দিয়েছেন সাধারন মানে ২১দিনের অপশনে) এর আগে চেক করে কি লাভ? যদি ডেট পার হবার পর আপনি পাসপোর্ট না পান তাহলে তখন সেটাকে বিড়ম্বনা বলা যেতে পারে। আর আপনার যদি খুব জরুরী দরকার তাহলে জরুরী মানে ৭দিনের মধ্যে পাবার জন্য আবেদন করলেন না কেন। আমি আপনার আগে মানে ১০ই এপ্রিল পাসপোর্ট জমা দিয়েছি এবং আমাকে ২রা মে মানে আজকের ডেট দেয়া হয়েছে। আমি আজকে গেলাম আমাকে বল্লো যে কালকে পাবেন। আর আপনাকে পাসপোর্ট দেয়ার ডেট ৮ই মে। আপনি অপেক্ষা করুন।
০৩ রা মে, ২০১৬ সকাল ৯:১৬
অরন্যে রোদন - ২ বলেছেন: ভাই ভোরের সূর্য : আমি ব্যাপারটিকে বিড়ম্বনা বলছি এই কারনে , যে কিছুদিন আগে আমার নানির পাসপোর্ট নবায়ন করতে গিয়ে ব্যপাক ঝামেলা পোহাতে হয়েছিল।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
শামীম ভাই বলেছেন: আপনি ৮ তারিখের পরে যান পেয়ে যাবেন।