নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত সপ্ন

আলোকিত সপ্ন › বিস্তারিত পোস্টঃ

প্রতিশ্রুতি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

আমি প্রতিশ্রুতি দিচ্ছি,
আমি তোমাকে ভালবাসব,
এই স্বচ্ছ বৃষ্টি কনার মত,
যা প্রেমিকের কল্পনাকে আপ্লুত করে।
আমি তোমাকে ভালবাসব,
বাদল দিনের মত,
যে দিনে মনের কোনে ভেসে উঠে নানা না বলা কথা।
আমি তোমাকে ভালবাসব,
হিমালয় চূড়ায় ভাসমান মেঘের মত,
যা কিনা মুহুর্তের মধ্যে এনে দেয় এক শীতল অনুভূতি।
আমি তোমাকে ভালবাসব,
সবুজ অরণ্যের সতেজতা দিয়ে,
যা কিনা জীবনকে রঙ্গিন করে তুলে।
আমি তোমাকে ভালবাসব,
প্রেমিকের চোখের মত,
যে চোখের কোনে জ্বলমল করে শুধু ভালবাসা।
আমি তোমাকে ভালবাসব,
প্রেমিকার একাকীত্ব দিয়ে,
যে একাকীত্বে সে উপভোগ করে,
প্রেমিকের একান্ত ভাবনা দিয়ে।
আমি তোমাকে ভালবাসব,
পাল তুলা নৌকার পালের মত,
যা নাকি তাকে নিয়ে যায় তার আপন ঠিকানায়।
আমি তোমাকে ভালবাসব,
এই সম্প্রসারিত মহাবিশ্বের মত,
যা কিনা নিয়ত বেড়েই চলেছে।
আমি তোমাকে ভালবাসব,
অনন্ত নক্ষত্রবীথির মত,
যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি,
কিন্ত যার উপস্থিতি দিবালোকের মত সত্য।
আমি তোমাকে ভালবাসব,
চাঁদের আলোর মত,
যা নাকি স্নিদ্ধ, মায়াময়।
আমি তোমাকে ভালবাসব,
উত্তাল সমুদ্রের কোন এক দ্বীপের মত।
যা নাকি নাবিকদের নবজীবন দান করে।
আমি তোমাকে ভালবাসব,
গহীন অরণ্যের বাতিঘরের মত,
যা নাকি পথের দিশা দেখায়।
ভালবাসার বিশেষণ শুধু তোমার জন্যে।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি,
সারাজীবন আমি শুধু তোমাকে ভালবেসে যাব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

শামচুল হক বলেছেন: কবিতা অনেক ভালো লাগল।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতা অনেক ভালো লাগল কবিতাটি

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

বেচারা বলেছেন: ভাল লেগেছে। শব্দ চয়ন আর তাকে ছন্দে গাঁথায় বেশ পারদর্শিতা দেখাতে পেরেছেন। আমি সমালোচক নই। আমার যা মনে হল তাই বললাম।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

আলোকিত সপ্ন বলেছেন: আপনাদের উৎসাহ আমাকে আনুপ্রেরণা যোগাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.