নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত সপ্ন

আলোকিত সপ্ন › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার স্মৃতি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

কিছু স্মৃতি মানুষকে কাঁদায়, কিছু স্মৃতি মানুষকে হাসায়।
চিরদিন আমি স্মৃতির সাগরে ভেসে বেড়িয়েছি।
স্মৃতিতে আজও অমলিন হয়ে আছে আমার ছোটবেলা।
যখন ছিলনা কোন না পাওয়া বেদনা,
ছিলনা কোন হতাশা, ছিল শুধু উদ্দামতা।
ছিল শুধু প্রানপণ ছুটে চলা।
প্রতিদিন নতুন কিছু করার দুরন্তপনা।
আজও মনে পরে ঘাস ফরিঙের পেছনে ছুটে চলা।
আঠা দিয়ে ঘাস ফড়িং ধরার যে আনন্দ,
তা আজ হয়ত ভাষায় প্রকাশ করা সম্ভব না।
আজও মনে পরে সেই হালকা বহমান হ্রদের কথা।
যেখানে লাফিয়ে শরীরের সমস্ত ক্লান্তি দূর করতাম।
আজও মনে পরে সেই সোনালি ধান ক্ষেত এর কথা।
যেখানে একগুচ্ছ ধানকে মনে হত,
একগুচ্ছ সোনালি অলংকার যা পরলে,
গাঁয়ের সরল বধুকে মনে হবে এক সোনালি পরী।
আজও মনে পরে কবরস্থানের মধ্যে,
কোন এক অজানা গাছের ফল সংগ্রহ করার কথা।
যা ছিল তখন এক মহামূল্যবান সামগ্রী।
আজও মনে সেই গুল্লাছুট, দারিয়াবান্দা খেলার কথা।
তখন সেই দুরন্তপনা ক্লান্তিকে স্পর্শ করতে পারে নি।
আজও মনে পরে কলা গাছ দিয়ে বানানো বিভিন্ন গৃহস্থালির সামগ্রী,
যা ছিল তখন রান্নাবাটি খেলার প্রধান সামগ্রী।
আজও মনে পরে ঘরের চালায় বানানো পাখির বাসার কথা,
যে বাসায় মা পাখি সযত্নে তার ছানাদের আগলে রাখত।
আজও মনে পরে সেই বাবুই পাখির কথা,
হাওয়ায় যখন বাসাগুলো দুলত,
তখন মনে হত পাখিদের চেয়ে সুখী বোধ হয় কেও নেই।
আজও মনে পরে সেই সাইবেরিয়ান পাখিদের কথা,
ওদের সেই কিচিরমিচির শব্দ এক অদ্ভুত মায়া ছড়াত।
আজও মনে পরে দুপুরের সেই ডাহুকের ডাক,
যা ছিল তখন এক অতীন্দ্রিয় অনুভূতি।
আজও মনে পরে রাতের সেই ঝিঁঝিঁ পোকার কথা,
যা এক ব্যঞ্জনাময় পরিবেশ তৈরি করত।
আজও মনে পরে জোনাকির আলোর পেছনে ছুটে চলা,
যা দেখলে মনে হত নখত্ররাজি বুঝি পৃথিবীতে নেমে এসেছে।
সৃতির পাতায় চিরদিন অমলিন হয়ে থাকবে ছোটবেলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

ব্লগার সুয়েব বলেছেন: যথারীতি ভালো লাগলো। মাথাটা একটু ঝিমঝিম করছে হয়তো ঘুম পাচ্ছে। আবার ঘুমালেও ইদানিং ঘুম
আসে না। কোন এক অজানা দমকা হাওয়া আমার মনকে উথাল পাতাল করে দেয় সবসময়। তার চলে যাওয়াটা আমাকে আলোড়িত করে সবসময়। তাই মন্তব্যে
অনেক কিছু লিখতে চাইলেও পারি না।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

আবু ইশমাম বলেছেন: স্মৃতি কাঁদায়, স্মৃতি হাসায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.